Malda TMC Worker Killed: তাড়া করে হাঁসুয়ার কোপ, লুটিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু TMC নেতার, মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই হুলস্থূল

Malda TMC Worker Killed: সোমবার উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঠিক আগে তারই দলের কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ।

Malda TMC Worker Killed: সোমবার উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঠিক আগে তারই দলের কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ।

author-image
IE Bangla Web Desk
New Update
malda-tmc-worker-subal-ghosh-murdered-ahead-of-mamata-visit

তাড়া করে পরপর হাঁসুয়ার কোপ, লুটিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু তৃণমূল নেতার, মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই হুলস্থূল

Malda TMC Worker Killed: সোমবার উত্তরবঙ্গ সফরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঠিক আগে তারই দলের কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ। মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ। বাড়ি মহদীপুর অঞ্চলের ইংলিশ বাজার থানার বারোদুয়ারি এলাকায়। মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, গতকাল রাত্রে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তাড়া করে একাধিক হাঁসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয়। 

Advertisment

বিশ্বমঞ্চে মোদী সরকারের সন্ত্রাসবিরোধী অভিযানে সরে দাঁড়ালেন ইউসূফ পাঠান, ব্যাখ্যা দিলেন অভিষেক

পরিবারের আরও অভিযোগ সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকাই বিজেপি কর্মীদের আক্রোশ ছিল আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ,বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।  এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ বাকিরা পলাতক। 

ফের বাংলায় গ্রেফতার ইরানি নাগরিক! রাজ্যজুড়ে নাশকতার বড়সড় মাস্টারপ্ল্যান ফাঁস? চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

Advertisment

এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু জানান, 'সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। 
অন্যদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদীপুর। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা'। 

Malda tmc Murder