illegal iranians arrested: ফের বাংলায় গ্রেফতার ইরানি নাগরিক! রাজ্যজুড়ে নাশকতার বড়সড় মাস্টারপ্ল্যান ফাঁস? চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

illegal iranians arrested: দিল্লি থেকে কলকাতা হয়ে তিনি বর্ধমানে এসেছিলেন। ক্লান্তির কারণে এক রাতের জন্য হোটেল ভাড়া নিতে গিয়েই ধরা পড়ে যান তিনি।

illegal iranians arrested: দিল্লি থেকে কলকাতা হয়ে তিনি বর্ধমানে এসেছিলেন। ক্লান্তির কারণে এক রাতের জন্য হোটেল ভাড়া নিতে গিয়েই ধরা পড়ে যান তিনি।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
illegal-iranians-arrested-burdwan-monteswar

ফের বাংলায় গ্রেফতার ইরানি নাগরিক! রাজ্যজুড়ে নাশকতার বড়সড় মাস্টারপ্ল্যান ফাঁস? চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়

illegal iranians arrested: অবৈধভাবে ভারতে বসবাসরত ইরানি নাগরিকদের ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে পূর্ব বর্ধমানে। গত ৪৮ ঘণ্টায় তিনজন ইরানি নাগরিক পুলিশের জালে ধরা পড়েছেন। শুক্রবার মন্তেশ্বর থেকে দুজনকে গ্রেপ্তার করার পর, শনিবার বর্ধমান শহরের কাঁটাপুকুর এলাকা থেকে আরও এক ইরানি নাগরিককে আটক করেছে পুলিশ।

Advertisment

আরও জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বেলা গড়ালেই কাঁপানো দুর্যোগ, কোন কোন জেলায়?

ধৃত ইরানি নাগরিকের নাম মাজিদ মহম্মদ হোসেনী (বয়স ৫০)। তিনি একটি হোটেলে রুম ভাড়া নিতে গেলে, পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় তাঁর ভিসার মেয়াদ উত্তীর্ণ। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভারতে তিন-তিনটে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড 'খতম'! সন্ত্রাসের আঁতুড়ঘরেই গুলিতে ঝাঁঝরা

Advertisment

পুলিশ সূত্রে খবর, মাজিদ হোসেনীর বাড়ি ইরানের তেহরানে। দিল্লি থেকে কলকাতা হয়ে তিনি বর্ধমানে এসেছিলেন। ক্লান্তির কারণে এক রাতের জন্য হোটেল ভাড়া নিতে গিয়েই ধরা পড়ে যান তিনি। ভাষাগত সমস্যার কারণে প্রথমে যোগাযোগে সমস্যা হয়, পরে গুগল ট্রান্সলেটের সাহায্যে পুলিশ তাঁর বক্তব্য বোঝে।

এর ২৪ ঘণ্টা আগেই মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে ধরা পড়ে আরও দুই ইরানি নাগরিক— আলি মাহাবুবি ও তাঁর ছেলে আমির আব্বাস মাহাবুবি। তাঁরা একটি সোনার দোকানে খরিদ্দারের ছদ্মবেশে ঢুকে ৩টি নাকছাবি ও ১টি কানের দুল চুরি করে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেন।

প্রণামীর টাকা গুণতে হিমশিম খাচ্ছে মন্দির কর্তৃপক্ষ! কত দান দীঘার জগন্নাথ মন্দিরে, পরিমাণ জানলে চমকে যাবেন

পুলিশ এই তিনজনের বিরুদ্ধেই ফরেনার্স অ্যাক্টের ১৪সি ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন।

burdwan