political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা

Threat to life: রাজ্যের দাপুটে মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এই তৃণমূলনেত্রী নিজেও এক পঞ্চায়েতের প্রধান। দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র কষেছে বলে অভিযোগ তাঁর।

Threat to life: রাজ্যের দাপুটে মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এই তৃণমূলনেত্রী নিজেও এক পঞ্চায়েতের প্রধান। দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র কষেছে বলে অভিযোগ তাঁর।

author-image
Madhumita Dey
New Update
Shamsun Nehar,  Malda Panchayat head,  Trinamool attack,  Threat to life , Congress conspiracy  ,Panchayat elections,  Political violence West Bengal  ,Abas Yojana controversy  ,Nasir Ahmed injured  ,Trinamool female leader  ,Malda political tension  ,Threats against Trinamool leader,শামসুন নেহার,  মালদা পঞ্চায়েত প্রধান,  তৃণমূল হামলা,  হত্যার হুমকি,  কংগ্রেস যোগসাজশ  ,পঞ্চায়েত নির্বাচন , নিরাপত্তা আবেদন  ,রথবাড়ি গ্রাম পঞ্চায়েত,  তৃণমূল দলের অশান্তি,  আবাস যোজনা সমস্যা,  নাসির আহমেদ আহত  ,মহিলা তৃণমূল নেতা  ,রাজনৈতিক হুমকি মালদা

Malda political tension: ইতিমধ্যেই আশঙ্কার কথা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূলনেত্রী।

Trinamool female leader: এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান  মালদা কালিয়াচক ২ নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার।  

Advertisment

সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবী জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন। সেই আশঙ্কার কথাও লিখিত ভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনও পর্যন্ত কোনরকনম ব্যবস্থা গ্রহন করে নি পুলিশ। অভিযোগ  পঞ্চায়েত প্রধানের। 

আরও পড়ুন- EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে

Advertisment

প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরূ হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অমুমোদন এসেছে। সেই প্রকল্পের ক্ষেত্রেও ‘কাটমানি’ দাবী করে।

আরও পড়ুন-West Bengal news Live Updates: দুর্গাপুরের নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী, ন্যায়বিচার দিতে সর্বস্তর থেকে 'চাপ' দেওয়ার বার্তা

প্রতিবাদ করেছিলেন তিনি ও তাঁর স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তাঁর স্বামী নাসির আহমেদের  উপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে  ফেকু মোমিন,নাসির আহমেদরা। 

আরও পড়ুন-cough syrup deaths:মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে চিকিৎসক গ্রেফতার, কাফ সিরাপ প্রেসক্রাইবে মোটা টাকা কমিশনের অভিযোগ

কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমান গুরুতর জখম হয়ে এক নাসিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তাঁর অভিযোগ  বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাঁকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজবিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। 

tmc police Malda