/indian-express-bangla/media/media_files/2025/07/21/mamata-shashi-2025-07-21-16-06-13.jpg)
TMC Shahid Diwas: ধর্মতলার মঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
বিহারের ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদের আশঙ্কায় গত কয়েকদিন ধরেই প্রবল প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। ভোটার তালিকা থেকে এই নাম বাদ ইস্যুতে নির্বাচন কমিশনকেই তোপ দেগেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, BJP-র মদতেই এই কাজ করচে কমিশন। বিহারের কায়দায় বাংলাতেও এবার ভোটার তালিকা থেকে নাম বাদের পরিকল্পনা করেছে বিজেপি। এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের।
সোমবার কলকাতার ধর্মতলার একুশে জুলাইয়ের সভা-মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবি, বিহারে ৪১ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। এরপরেই একটি কাগজ হাতে নিয়ে তৃণমূলনেত্রী বলেন, "এই তালিকায় যাদের নাম আছে তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলায় আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে দেব না।"
বিহারে নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে যে সমীক্ষা চালিয়েছে তাতে দেখা গিয়েছে লক্ষ-লক্ষ ভোটারের হদিশ তাদের উল্লিখিত ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি। এক্ষেত্রেই আশঙ্কা করা হচ্ছে যে এবার ওই লক্ষ লক্ষ ভোটারের নাম কমিশনের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বিহারের ক্ষেত্রে সংখ্যাটা ৪১ লক্ষ।
কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, এবার বিহারে ওই ৪১ লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এই কাজ করে আদতে বিহারের আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই কমিশন কাজ করছে বলে অভিযোগ বিরোধীদের।