TMC 21 July rally:দিনক্ষণ বেধে 'ভাষা আন্দোলনের' ডাক মমতার! একুশের মঞ্চেই BJP-কে তুলোধনা তৃণমূলনেত্রীর

TMC Martyr day rally: '২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের সমাবেশ। একুশের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার।

TMC Martyr day rally: '২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের সমাবেশ। একুশের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার।

author-image
IE Bangla Web Desk
New Update
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা অভিযোগ,Harassment of Bengalis in BJP‑ruled states, বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন বিজেপি রাজ্যে দাবি মমতা,Mamata claims maltreatment of Bengali workers in BJP states, একুশে জুলাই সভা থেকে বিজেপি‑কে আক্রমণ মমতা,Mamata attacks BJP from July 21 rally stage, ভাষা‑ভিত্তিক বৈষম্য বিজেপি‑র নীতি অভিযোগ তৃণমূল,Allegation of linguistic discrimination by BJP – TMC, বিজেপি‑নেতৃত্বাধীন রাজ্যে বাঙালি ও বাংলাভাষীদের আপদিস্ট হিসাব,Reported atrocities on Bengalis/Bengali speakers in BJP states, ডাবল ইঞ্জিন শাসকদল বাঙালিদের ভোটাধিকার হরণের অভিযোগ,Allegation of disenfranchising Bengalis by BJP ‘double-engine’ states,TMC Shaheed Dibas, Kolkata Live new, TMC Martyr, TMC Martyr day rally, Trinamool congress, all india Trinamool congress, TMC, mamata Banerjee, school holiday,তৃণমূলের শহিদ সভা,কলকাতা ২১ জুলাই তৃণমূল শহিদ সভা,একুশে জুলাই, তৃণমূল ২১ জুলাই সমাবেশ,ধর্মতলায় একুশের জুলাইয়ের সমাবেশ,মমতা ব্যানার্জি

TMC July 21 rally: ধর্মতলার সভামঞ্চে জনজোয়ার। বক্তব্য রাখছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

TMC Shaheed Dibas:একুশের মঞ্চ থেকেই BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থা ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে চলতি মাসেই বড়সড় আন্দোলনের ডাক তৃণমূলনেত্রীর। 'বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, একুশের মঞ্চ থেকেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

'২৬-এর নির্বাচনের আগে এবারই শেষ একুশে। তৃণমূলের মেগা ইভেন্ট জমজমাট। গোটা রাজ্য থেকে বিপুল সংখ্যক তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক ভিড় জমিয়েছেন ধর্মতলায়। তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচিতে জমজমাট মহানগরী কলকাতা।

আজ ধর্মতলার সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী বাঙালিদের উপর হেনস্থা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানিয়েন বিজেপিকে। এদিনই নতুন আন্দোলনের রূপরেখা বেঁধে দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি এদিন বলেছেন, "আগামী ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ওরা দোকানে গিয়ে বলছে, মাছ খাবে না, মাংস খাবে না। দোকানে গিয়ে ভাঙচুর করছে। বাংলায় একবার করে দেখাও, সাহসটা দেখব। আরও বেশি করে বাংলায় বলুন। ভাষার উপর আক্রমণ মানব না। আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে। বাংলা ভাষার উপর আক্রমণ মানব না, বাংলা বলার জন্য গ্রেফতার করলে দিল্লি পর্যন্ত লড়াই।"

Advertisment

আরও পড়ুন- 21 July TMC Rally LIVE:'ছক্কা মারতে হবে, খেলোয়াড়রা তৈরি তো?', একুশের মঞ্চেই '২৬-এর সুর বাঁধলেন মমতা

সোমবার একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করবেন। এবার শুরু হল ভাষা রক্ষার শপথ।" বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না।"

আরও পড়ুন- TMC July 21 Martyrs’ Day: ছাব্বিশের আগে তৃণমূলের শেষ একুশে! ডিম-ভাত বদলে এবার জিভে জল আনা মেন্যু

tmc bjp CM Mamata banerjee 21 July Shahid Diwas