TMC Shaheed Dibas:একুশের মঞ্চ থেকেই BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থা ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে চলতি মাসেই বড়সড় আন্দোলনের ডাক তৃণমূলনেত্রীর। 'বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, একুশের মঞ্চ থেকেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো।
'২৬-এর নির্বাচনের আগে এবারই শেষ একুশে। তৃণমূলের মেগা ইভেন্ট জমজমাট। গোটা রাজ্য থেকে বিপুল সংখ্যক তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক ভিড় জমিয়েছেন ধর্মতলায়। তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচিতে জমজমাট মহানগরী কলকাতা।
আজ ধর্মতলার সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী বাঙালিদের উপর হেনস্থা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানিয়েন বিজেপিকে। এদিনই নতুন আন্দোলনের রূপরেখা বেঁধে দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি এদিন বলেছেন, "আগামী ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ওরা দোকানে গিয়ে বলছে, মাছ খাবে না, মাংস খাবে না। দোকানে গিয়ে ভাঙচুর করছে। বাংলায় একবার করে দেখাও, সাহসটা দেখব। আরও বেশি করে বাংলায় বলুন। ভাষার উপর আক্রমণ মানব না। আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে। বাংলা ভাষার উপর আক্রমণ মানব না, বাংলা বলার জন্য গ্রেফতার করলে দিল্লি পর্যন্ত লড়াই।"
আরও পড়ুন- 21 July TMC Rally LIVE:'ছক্কা মারতে হবে, খেলোয়াড়রা তৈরি তো?', একুশের মঞ্চেই '২৬-এর সুর বাঁধলেন মমতা
সোমবার একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করবেন। এবার শুরু হল ভাষা রক্ষার শপথ।" বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না।"
আরও পড়ুন- TMC July 21 Martyrs’ Day: ছাব্বিশের আগে তৃণমূলের শেষ একুশে! ডিম-ভাত বদলে এবার জিভে জল আনা মেন্যু