/indian-express-bangla/media/media_files/2025/02/27/ipYeAX7nnLX2RwwVOsSV.jpg)
Mamata Banerjee: নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Mamata Banerjee alleges online manipulation of West Bengal voter list: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে 'ভোটার লিস্ট' নিয়ে চূড়ান্ত সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাবের ভোটারদের নাম বাংলার ভোটার লিস্টে তোলা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের শাসকদল BJP-কেই নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দলের নেতা-কর্মীদের ভোটার লিস্ট যাচাইয়ের নির্দেশ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার লিস্ট পরিষ্কারের কাজে নতুন একটি কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। সেই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। এই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সাংসদ-বিধায়ক ও অন্যান্য নেতাদের রাখা হয়েছে। নতুন এই কমিটি দলের রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে। এক্ষেত্রে ১০ দিনের ডেডলাইন বেঁদে দিয়েছেন তৃণমূলনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ভোটার তালিকায় মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদার ভোটারদের নাম পাওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে চম্পাহাটিতে ভোটার লিস্টের কাজের সময় বিষয়টি নজরে আসে। তখনই বিষয়টি নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়। চলতে থাকে অভিযোগ পাল্টা-অভিযোগ। তবে এবার ভোটার লিস্টের এই বিষয়টি নিয়ে সোচ্চার হলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে ভোটার লিস্ট 'পরিষ্কার' করার নির্দেশ দিয়েছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/02/27/fNpq7CHpxWMSwacrQzej.jpg)
'ভোটার লিস্ট' নিয়ে মারাত্মক অভিযোগ মমতার..
"একই এপিক কার্ডে অনেকের নাম ঢুকিয়েছে। একই এপিককার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট কোথাও পঞ্জাবের ভোটারদের নাম ঢুকিয়েছে। বাংলার ভোটার তালিকায় হরিয়ানার ভোটারদের নাম। রাজ্যে ভোট হবে, ভোট দেবেন বাইরে রাজ্যের ভোটাররা! ভোটার তালিকা পরিস্কার করতেই হবে। সব জেলায় আছে। অনলাইনে কারসাজি করছে। আধার কার্ড কেলেঙ্কারি করেছে BJP। দিল্লি থেকে অনলাইনে এসব করছে। নির্বাচন কমিশনের অফিস থেকে বসেই এটা করছে।"
তৃণমূলনেত্রী আরও বলেন, "এটা করেই দিল্লিতে হারিয়েছে। ওরা খেলাটা ধরতে পারেনি, আমরা ধরে ফেলেছি। হরিয়ানা, গুজরাট ভর্তি। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করেছি। গোটা বাংলায় এটা করেছে। এটা করেই দিল্লি, মহারাষ্ট্র ওরা জিতেছে। বহিরাগতদের বাংলা দখল করতে দেব না। একই এপিকে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট। অনলাইনে একটা এজেন্সি তালিকায় গন্ডগোল করেছে। রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us