Advertisment

Mamata Banerjee: প্রাথমিকে সেমিস্টার নয়, পর্ষদের সিদ্ধান্ত বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধমক শিক্ষামন্ত্রীকে

Mamata Banerjee: গত সপ্তাহেই রাজ্যের প্রাথমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা করেছিল শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত বাতিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news,semestar,primary education,mamata banerjee,bratya basu

Mamata Banerjee & Bratya Basu: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Mamata Banerjee announced to cancel the decision of examination in semester system in primary education: এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত বাতিল করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারের শীর্ষস্তরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নিজেদের মতো করে প্রাথমিকে সেমিস্টারের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ, একথা জানিয়ে সেমিস্টার বাতিল করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।  

Advertisment

সপ্তাহখানেক আগেই প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে দু'টি করে সেমিস্টার হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন করার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ আগে জানিয়েছিল, আগে বছরে একবার পরীক্ষা হতো। তবে এবার বছরে দু'বার করে পরীক্ষা হবে। দুটি সেমিস্টারের প্রথমটি হবে ৪০ নম্বরের, পরেরটি হবে ৬০ নম্বরের।

তবে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু প্রসঙ্গে চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের শীর্ষ স্তরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- WBPSC: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের যোগ্য কারা? জানুন বিশদে

Advertisment

সেই সঙ্গে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি হবে না বলে এদিন ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেছেন, "আমি চাই ছাত্র-ছাত্রীদের ভার কমাতে। সেখানে কিনা সেমিস্টার? ওই টুকু-টুকু ছেলে মেয়েরা টুইংকেল টুইংকেল লিটল স্টার শিখছে। তাদের বলা হচ্ছে সেমিস্টার করতে? কোনও সেমিস্টার হবে না।"

আরও পড়ুন- West Bengal News Live: হাসপাতালে 'কালীঘাটের কাকু', নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের পিছল চার্জ গঠন

নবান্নের বৈঠকে এদিন ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী সেমিস্টার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেখে ব্রাত্য এদিন বলেন, "মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। তবে আপনি অনুমোদন না দিলে বিজ্ঞপ্তি জারি করা হবে না।" শিক্ষামন্ত্রীর এই কথায় আরও রেগে যান মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, "অনুমোদন হয়নি তো কাগজে বেরিয়ে গেল কী করে?"

আরও পড়ুন- Chinmoykrishna Das: জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে, ফের খারিজ জামিন আর্জি

Primary School Bangla News bratya basu news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today
Advertisment