Waqf Act: 'এই আইন রাজ্যে লাগু হবে না, দাঙ্গা কিসের?', উসকানিতে রেয়াত নয়, শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee-Waqf (Amendment) Act: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে দফায়-দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে অশান্তির আগুন।

Mamata Banerjee-Waqf (Amendment) Act: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে দফায়-দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে অশান্তির আগুন।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal SSC Recruitment Case Verdict Mamata Banerjee reassures joblosers

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee appeals to people to maintain peace: ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজ্যের জেলায়-জেলায় প্রবল প্রতিবাদর স্রোত আছড়ে পড়েছে। শহর কলকাতাতেও বিক্ষোভের আঁচ পড়েছে। তবে গোটা রাজ্যের মধ্যে ওয়াকফ আইন নিয়ে সবচেয়ে বেশি অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। জেলার জঙ্গিপুর দিয়ে শুরু হওয়া হিংসা, ক্রমেই ছড়িয়েছে সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানে। বেপরোয়াভাবে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে মুর্শিদাবাদের অশান্তি বিধ্বস্ত জায়গাগুলিতে টহল দিচ্ছে BSF। শনিবারই গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

Advertisment

এক্স হ্যান্ডলে শনিবার মুখ্যমন্ত্রী লিখেছেন, "সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান,  রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা।" 

এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে এদিন আরও লিখেছেন, "এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।"

আরও পড়ুন- Protest against Waqf law: 'গুণ্ডামি রুখতে অত্যন্ত কড়া হবে পুলিশ', মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে কঠিন বার্তা DG-র

Advertisment

অন্যদিকে মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DGP রাজীব কুমার বলেন, "ওয়াকফ-অশান্তিতে গ্রেফতারি বেড়ে ১১৮। কোনও গুণ্ডামি বরদাস্ত নয়। গুজবে কান দেবেন না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব আমাদের। যারা বদমায়েশি করছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ করা হবে। হনুমান জয়ন্তী আছে আজ। আমি সকলের কাছে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন। আমরা সব ধরনের চেষ্টা করছি। গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না। কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। আমাদের সব কর্মীরা রাস্তায় আছেন। প্ররোচনায় পা দেবেন না, মানুষকে এটা বুঝতে হবে। গুণ্ডাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেব আমরা। তবে মানুষকে বাস্তবটা বুঝতে হবে। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করে চলেছি। আমরাও মানুষের সহযোগিতা চাই। অশান্তি থামাতে আমরা সব ধরনের তৎপরতা নিচ্ছি। কোনও ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নেবই।"

আরও পড়ুন- Waqf Protest: ওয়াকফ আইনের প্রতিবাদে জেলায়-জেলায় বিক্ষোভ, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনায় ক্ষোভের আগুন

West Bengal News Violence CM Mamata banerjee Waqf bill