Protest against Waqf law: 'গুণ্ডামি রুখতে অত্যন্ত কড়া হবে পুলিশ', মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তিতে কঠিন বার্তা DG-র

Protest against Waqf law turns violent in Murshidabad: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের দিকে দিকে। পরিস্থিতি সামালাতে পুলিশের সঙ্গে ময়দানে BSF।

Protest against Waqf law turns violent in Murshidabad: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের দিকে দিকে। পরিস্থিতি সামালাতে পুলিশের সঙ্গে ময়দানে BSF।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Protest against Waqf law turns violent in Murshidabad again,ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদে অশান্তি,রাজীব কুমার

Protest against Waqf law: অশান্তি রুখতে কড়া বার্তা ডিজির।

Protest against Waqf law turns violent in Murshidabad again: ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে অশান্তিতে দফায়-দফায় তপ্ত মুর্শিদাবাদ। দিকে-দিকে ভাঙচুর-আগুন। জঙ্গিপুরের পর সুতি, সামশেরগঞ্জে প্রতিবাদের সুনামিতে তছনছ সরকারি সম্পত্তি। দোকান-বাড়িতে বেপরোয়া ভাঙচুর। পরিস্থিতি সামলাতে মুর্শিদাবাদে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে BSF। অশান্তি রুখতে চূড়ান্ত তৎপরতা নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১১৮ জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন রজ্য পুলিশের DG রাজীব কুমার। 

Advertisment

জঙ্গিপুর দিয়ে শুরু হয়ে সুতি, ধুলিয়ানে আছড়ে পড়ে প্রতিবাদের সুনামি। ভাঙচুর চালিয়ে তছনছ করা হয় সরকারি ও বেসরকারি সম্পত্তি। ধুলিয়ানে রেল স্টেশনে ঢুকে চলে বেপরোয়া তাণ্ডব। শুক্রবারের পর শনিবার সকাল থেকেও দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের দিকে দিকে। তবে অশান্তি রুখতে এবার কঠিন বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের।

সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DGP রাজীব কুমার বলেন, "ওয়াকফ-অশান্তিতে গ্রেফতারি বেড়ে ১১৮। কোনও গুণ্ডামি বরদাস্ত নয়। গুজবে কান দেবেন না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব আমাদের। যারা বদমায়েশি করছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ করা হবে। হনুমান জয়ন্তী আছে আজ। আমি সকলের কাছে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন। আমরা সব ধরনের চেষ্টা করছি। গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না। কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। আমাদের সব কর্মীরা রাস্তায় আছেন। প্ররোচনায় পা দেবেন না, মানুষকে এটা বুঝতে হবে। গুণ্ডাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেব আমরা। তবে মানুষকে বাস্তবটা বুঝতে হবে। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করে চলেছি। আমরাও মানুষের সহযোগিতা চাই। অশান্তি থামাতে আমরা সব ধরনের তৎপরতা নিচ্ছি। কোনও ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নেবই।"

আরও পড়ুন- West Bengal News Live: হনুমান জয়ন্তীতে পথে BJP, কলকাতার দিকে-দিকে গাড়ি থামিয়ে গেরুয়া পতাকা লাগালেন সুকান্তরা

Advertisment

 DG-র পাশাপশি ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, "পুলিশেরও ১৮ জন জখম হয়েছেন। গুরুতরভাবে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। বাধ্য হয়েই পুলিশ ৪ রাউন্ড গুলি চালিয়েছে। দু'জন গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাঁরা এখন সংকটমুক্ত। আজ সব সিনিয়র অফিসাররা ওখানে (মুর্শিদাবাদ) রয়েছেন। পুলিশ সেনাবাহিনী নয়। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গতকাল অশান্তি থামাতে ৪ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। পুলিশ সংযত হয়ে কাজ করছে।"

আরও পড়ুন- Waqf Protest: ওয়াকফ আইনের প্রতিবাদে জেলায়-জেলায় বিক্ষোভ, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনায় ক্ষোভের আগুন

শুক্রবারের পর শনিবার সকালেও ধুলিয়ানে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে টহলদারি শুরু করেছে BSF। এই প্রসঙ্গে  এডিজি আইনশৃঙ্খলা বলেন, "ওটা সীমান্ত এলাকা। BSF-ও কাজ করছে। সকলের সহযোগিতা লাগবে। যা উপযুক্ত পদক্ষেপ করার আমরা সব করব। আমরা চেষ্টা করছি আমাদের সব শক্তি দিয়ে এই গন্ডগোল থামানোর।" পুলিশের গুলিতে জখম দু'জনকে সামশেরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Waqf bill Murshidabad Violence news of west bengal Bengali News Today