Mamata Banerjee :বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ফের একবার ঝাড়গ্রামের মঞ্চ থেকে NRC নিয়ে কেন্দ্রকে তুলোধনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনআরসির পাশাপাশি আবারও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী বা SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের শাসকদল বিজেপি।
বৃহস্পতিবার ঝাড়গ্রামের মঞ্চ থেকে NRC ইস্যুতে আরও একবার কেন্দ্রের শাসকদল BJP-কে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "যারা নতুন এই আইন তৈরি করেছেন তাদের বার্থ সার্টিফিকেট আছে কিনা আগে প্রশ্ন করুন।"
ভোটার তালিকায় সংশোধনের নামে বড়সড় চক্রান্ত চলছে বলে অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি এদিন বলেছেন, "ভোটার তালিকায় নামটা আছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন ষড়যন্ত্র হচ্ছে। না জেনে কোনও ফর্ম ফিলাপ করবেন না। নতুন ভোটাররা মনে রাখবেন, বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। ডাবল ইঞ্জিনের সরকার চক্রান্ত করেছে।"
আরও পড়ুন- আরজি কর কাণ্ড: 'ন্যায়' চেয়ে ফের নবান্ন অভিযান, স্তব্ধ হবে কলকাতা-হাওড়া?
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "চিঠি পাঠাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ারের মতয়াদের। বাংলাদেশ থেকে আইন মেনে এখানে এসেছেন তারা। তারা এখন এদেশের নাগরিক। অনুপ্রবেশের ইস্যুটা আমাদের হাতে নেই।"
আরও পড়ুন- দিকে দিকে বাঙালি হেনস্থা, রাজপথ কাঁপিয়ে বিরাট প্রতিবাদে 'বাংলা পক্ষ'
বৃহস্পতিবার আরও একবার ঝাড়্গ্রাম থেকে ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের উপর হেনস্থা নিয়ে গেরুয়া দলকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা ইস্যুতে বিজেপিকে নিশানা করেছেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, " আমরা ২০০০-এর বেশি লোকজনকে ফিরিয়ে এনেছি। এখনও রাজস্থান, মধ্যপ্রদেশ, আসামের মত রাজ্যগুলিতে অত্যাচার চলছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।"