Mamata Banerjee:বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বাঙালি হেনস্থার প্রতিবাদে নয়া আন্দোলন শুরু রাঙামাটির জেলা থেকে

Bengali asmita campaign: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার বীরভূম থেকেই নতুন আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bengali asmita campaign: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার অভিযোগে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার বীরভূম থেকেই নতুন আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
IIRF Medical College Ranking 2024  ,Top Medical Colleges in West Bengal  ,Medical College Kolkata  ,IPGMER Kolkata,  Calcutta National Medical College,  R.G. Kar Medical College ,IIRF র‍্যাঙ্কিং ২০২৪,  বাংলার শীর্ষ মেডিক্যাল কলেজ,  মেডিক্যাল কলেজ কলকাতা,  IPGMER কলকাতা  ,কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ  ,আর.জি. কার মেডিক্যাল কলেজ

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের মাটি থেকেই শুরু হবে তাঁর নয়া আন্দোলন। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমোর এই নয়া কর্মসূচি।

Advertisment

আগামী রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূমে পৌঁছোবেন। ২৮ জুলাই সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষেই একাধিক রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিরাট পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হবে জামবুনি বাসস্ট্যান্ডে।

বোলপুরে আগামী ২৮ জুলাই বাংলা ভাষার পক্ষে এবং বাঙালি হেনস্থার প্রতিবাদে সেই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পা মেলাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা-সহ বীরভূম জেলা তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতারা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Update: স্কুলে প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত্যুমিছিলে হাহাকার, আটকে বহু, চূড়ান্ত চাঞ্চল্য

২৯ জুলাই অর্থাৎ আগামী মঙ্গলবার ইলামবাজারের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বীরভূম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন- Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূম-পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও বেশি মসৃণ করতে ১৩৮ কোটি টাকা ব্যায়ে সেতু তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দেউচা-পঁচামিতে কয়লা শিল্পে যারা জমি দিয়েছেন সেই সব জমিদাতা পরিবারগুলির সদস্যদের গ্রুপ ডি এবং জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী।

Birbhum Bengali News Today CM Mamata banerjee