/indian-express-bangla/media/media_files/2025/05/31/Lox0Zaa4AcffX0E64XSw.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের মাটি থেকেই শুরু হবে তাঁর নয়া আন্দোলন। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে তৃণমূল সুপ্রিমোর এই নয়া কর্মসূচি।
আগামী রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী বীরভূমে পৌঁছোবেন। ২৮ জুলাই সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষেই একাধিক রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিরাট পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হবে জামবুনি বাসস্ট্যান্ডে।
বোলপুরে আগামী ২৮ জুলাই বাংলা ভাষার পক্ষে এবং বাঙালি হেনস্থার প্রতিবাদে সেই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পা মেলাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা-সহ বীরভূম জেলা তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতারা।
২৯ জুলাই অর্থাৎ আগামী মঙ্গলবার ইলামবাজারের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বীরভূম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন- Rain forecast Kolkata:বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়
বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূম-পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও বেশি মসৃণ করতে ১৩৮ কোটি টাকা ব্যায়ে সেতু তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দেউচা-পঁচামিতে কয়লা শিল্পে যারা জমি দিয়েছেন সেই সব জমিদাতা পরিবারগুলির সদস্যদের গ্রুপ ডি এবং জুনিয়র কনস্টেবল পদে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী।