Mamata Banerjee: 'সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে', অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা মমতার

Mamata Banerjee: নবান্নে প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে সীমান্তের জেলার প্রশাসনিক কর্তাদেরও আরও বেশি সতর্ক থাকার নির্দেশ।

Mamata Banerjee: নবান্নে প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে সীমান্তের জেলার প্রশাসনিক কর্তাদেরও আরও বেশি সতর্ক থাকার নির্দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee criticizes BSF over infiltration issue: ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় BSF। অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীকে আবারও কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের এই বাহিনীকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারকে বদনাম করতেই সীমান্তে বিএসএফ 'অ্যাডজাস্ট' করে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে আজই সীমান্তরক্ষী বাহিনীকে বিঁধে খানিকটা একই মন্তব্য শোনা গিয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।

Advertisment

BSF-কে নিশানা মুখ্যমন্ত্রীর:

"সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ করে BSF। তৃণমূল বা পুলিশ সীমান্ত পাহারা দেয় না। ওটা বিএসএফের কাজ। সীমান্ত দিয়ে গুন্ডা পাঠাচ্ছে। 
বিএসএফ ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে। আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে বলব কোন কোন জায়গায় বিএসএফ লোক ঢুকিয়েছে সেটা দেখতে। বর্ডার রয়েছে বিএসএফ-এর হাতে। যারা প্লেনে আসে আগে লিস্ট দিত, এখন দেয় না।" 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা। ডিজি রাজীব কুমার আমাকে কিছু কিছু তথ্য দিয়েছেন। সীমান্ত দিয়ে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার সব তথ্য চাই। আমি একটা স্ট্রং লেটার লিখব। বর্ডার দিয়ে ঢুকে খুন করে চলে যাচ্ছে। এটা বিএসএফ-এর ভিতরের কাজ। এক্ষেত্রে কেন্দ্রের ব্লুপ্রিন্ট আছে। আমি বারবার কেন্দ্রকে বলেছি, বাংলাদেশ নিয়ে যা করবেন সেটাই আমাদের পথ। কিন্তু এবার প্রতিবদপত্র পাঠাব।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে BSF', বিস্ফোরক অভিযোগ অভিষেকের

বাংলাদেশ ইস্যুতে কী বললেন মুখ্যমন্ত্রী?

"আমি চাই এপার ও ওপার বাংলায় ভালো সম্পর্ক থাকুক। দুই বাংলার মধ্যে খারাপ সম্পর্ক নেই। চিকিৎসার কারণে কেউ আসতেই পারেন। মানবিকতার কারণেও কেউ আসতেই পারেন।" 

আরও পড়ুন- Malda News: রোমহর্ষক শুটআউট! বাইক থামিয়ে পরপর গুলি দাপুটে তৃণমূল নেতাকে

এদিন অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সুরেই সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এদিন সকালে ডায়মন্ড হারবারে বলেছেন, ""বাংলার পুলিশ সাহায্য না করলে কোনও জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গি ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে।"

Bangla News news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today