Malda Shootout: সাতসকালে মালদায় রোমহর্ষক শুটআউট (Shootout)। গুলিবিদ্ধ মালদার ইংরেজ বাজারের দাপুটে তৃণমূল নেতা। রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। দ্রুত তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
বৃহস্পতিবার সাতসকালে মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলার তথা প্রাক্তন দলের জেলা সভাপতি ও বর্তমানে জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। মালদায় অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত দুলাল সরকার ওরফে বাবলা। কে বা কারা তার তার উপর গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝলঝলির মাতালমোড় এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে চেপে এসেছিল তিন দুষ্কৃতী। বাইক থেকে নেমে তৃণমূল নেতা দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা বাবলা সরকার। এই সুযোগে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
দ্রুত গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর অনুগামীরা। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। আপাতত মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুলাল সরকার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন- Chinmoykrishna Das: জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে, ফের খারিজ জামিন আর্জি
এদিকে এই ঘটনা প্রসঙ্গে চাঁচোলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, "মাথার পিছন দিকে গুলি লেগেছে। শুনেই হাসপাতালে চলে এসেছি। ডাক্তারবাবুরা গুলি বের করার চেষ্টা করছেন। মাথার পিছন দিকে চারটে গুলি করেছে। জানি না কী হবে! এই ঘটনা বাঞ্ছনীয় নয়। এই ধরনের ঘটনা ঘটলে জনপ্রতিনিধিরা নিরাপত্তার অভাব বোধ করবেন।"