Mamata Banerjee demands Bharat Ratna for Sunita Williams: একটানা ৯ মাসের মহাকাশ-জীবন ছেড়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামসরা (Sunita Williams)। বুধবার ভারতীয় সময় ভোর ৩.২৭ মিনিট নাগাদ ফ্লোরিডা উপকূলে অবতরণ করে সুনীতাদের স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের নজিরবিহীন এই কীর্তি তাজ্জব করেছে গোটা বিশ্বকে। ভারতীয় বংশোদ্ভুত সুনীতা উইলিয়ামসকে এবার ভারতের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁদের উদ্ধারকারী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের প্রত্যেকের উপর দিয়ে শারীরিক দুর্যোগ গিয়েছে। তাঁদের রেসকিউ টিমকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।" এরপরেই তাঁর নিজেরও মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, "কল্পনা চাওলাও গিয়েছিলেন। কিন্তু ফিরতে পারেননি। স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে তা ফিরে আসে। মহাকাশযানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটা এলে অগ্নিকাণ্ড হতে পারত। কল্পনা চাওলাদের ক্ষেত্রে যেটা হয়েছিল। তার জন্যই এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হয়েছে।" এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো সংযোজন, "সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে। তাঁরা যাতে আরও ভালো করে কাজ করতে পারেন তাই এই মহাসম্মানের দাবি জানাচ্ছি।"
আরও পড়ুন- West Bengal News Live:'সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়া উচিত', মত মমতা বন্দ্যোপাধ্যায়ের
উল্লেখ্য বুধবার ভারতীয় সময় ভোর ৩.২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে সুনীতাদের মহাকাশযান। সুনীতা উইলিয়ামসের সঙ্গে একই মহাকাশযানে এদিন পৃথিবীতে ফিরেছেন বুচ, নিক হগ এবং আলেকজান্ডার গর্বুনভ। মঙ্গলবার সকাল ১০ঃ৩৫ নাগাদ সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে অবতরণের প্রস্তুতি শুরু হয়েছিল। শেষমেষ বুধবার ভোররাতে আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে তাঁদের মহাকাশযান।
আরও পড়ুন- Cyber Crime: উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের অভিযোগ, পুলিশের জালে ২ সাইবার অপরাধী