scorecardresearch

কেন্দ্র পাঁচ আইপিএসের পদক কাড়লে, বঙ্গবিভূষণ দেবেন মমতা

মমতা শুক্রবার বলেন, “কেন্দ্র যদি তাঁদের পদক ফিরিয়ে নেয়, তাহলে আমি রাজ্যের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গবিভূষণ’ দেব ওই পাঁচ অভিজ্ঞ অফিসারকে”।

mamata dharna, মমতা, ধর্নায় মমতা
মমতা জানান, কেন্দ্র এ বিষয়ে তাঁর সরকারকে চিঠি পাঠালে, তিনি রীতিমতো কড়া উত্তর দেবেন। ছবি: শশী ঘোষ।

কেন্দ্র পদক ফিরিয়ে নিলে, সর্বোচ্চ পদক দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে তাঁদের তথাকথিত উপস্থিতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোপে পড়া পাঁচ আইপিএস অফিসারের প্রসঙ্গে এমনটাই জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা শুক্রবার বলেন, “কেন্দ্র যদি তাঁদের পদক ফিরিয়ে নেয়, তাহলে আমি রাজ্যের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গবিভূষণ’ দেব ওই পাঁচ অভিজ্ঞ অফিসারকে।” এদিন মমতা আরও জানান, কেন্দ্র এ বিষয়ে তাঁর সরকারকে কোনও চিঠি পাঠালে, তিনি রীতিমতো কড়া উত্তর দেবেন।

উল্লেখ্য, মমতার ধর্না মঞ্চ তৈরি হওয়াকালীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপাকে পড়েছেন রাজ্যের পাঁচ আইপিএস অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খবর, মমতার ‘ধর্নায় যোগ দেওয়ায়’ রাজ্যের পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সরকার। ‘ধর্না মঞ্চে যোগ দেওয়ার অপরাধে’ ওই পাঁচজন আইপিএসের পদকও কেড়ে নিতে পারে কেন্দ্র, এমনটাই খবর।

আরও পড়ুন: রাজীব কাণ্ডে কলকাতা পুলিশের অন্দরে ঘুরছে বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ! কী লেখা তাতে?

ধর্না মঞ্চে যোগ দিয়ে ওই পুলিশ আধিকারিকরা সার্ভিস রুল ভেঙেছেন বলে অভিযোগ করেছে কেন্দ্র। যে পাঁচজন আইপিএসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, এডিজি বিনীত কুমার গোয়েল, এডিজি (আইন শৃঙ্খলা) অনুজ শর্মা, অতিরিক্ত কমিশনার (৩) সুপ্রতিম সরকার, এবং বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং।

আরও পড়ুন, রাজীব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

আরও পড়ুন, রাজীবের গ্রেফতারিতে সুপ্রিম নিষেধাজ্ঞা, আদালত অবমাননার নোটিস মুখ্যসচিব-ডিজি-নগরপালকে

উল্লেখ্য, মমতার ধর্না মঞ্চে যোগ দেওয়ায় কলকাতার নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শৃঙ্খলা ভঙ্গ ও সার্ভিস রুল ভাঙার অভিযোগে নগরপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যসচিব মলয় দে’কে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার মেট্রো চ্যানেলে মমতার পাশে রাজীব কুমারের বসে থাকার প্রসঙ্গ টেনে চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, এর দ্বারা এআইএস রুলস ১৯৬৮ ও এআইএস রুলস ১৯৬৯ ভঙ্গ করেছেন সিপি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস (এআইএস) রুলস, ১৯৬৮-এর ৩ (১), ৫ (১), ও ৭ ধারা লঙ্ঘন করেছেন রাজীব। চিঠিতে বলা হয়েছে, “অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিক রাজ্য সরকার।”

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রকের এই চিঠি প্রসঙ্গে মঙ্গলবারই ধর্না মঞ্চে সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ আসতেই পারে। রাজীব কুমার আমার ধর্না মঞ্চে আসেন নি। উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শুধু রাজীব কুমারের পিছনে পড়ে রয়েছে।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee dharna 5 ips strict action mha