Advertisment

জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার সদস্যদের ভাতা বৃদ্ধি মমতার

"যাঁরা পঞ্চায়েত সমিতি, গ্রামসভায় কাজ করেন তাঁদের সর্বক্ষণই কাজ করতে হয়। কিন্তু তাঁদের প্রাপ্য অর্থ প্রায় কিছুই নয়। তাই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত"।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, Nabard

মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি- টুইটার)

রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিভিন্ন জেলা পরিষদ সংগঠিত করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর কথায় নয়, সরাসরি জেলা পারিষদদের নিয়ে নবান্নের সভাঘরে আজ, সোমবার, বৈঠক সারলেন মমতা। তাৎপর্যপূর্ণভাবে এদিন শুধু সংগঠিত হওয়ার ডাকই দেননি, পারিষদদের মাসিক ভাতাও অনেকটাই বৃদ্ধি করলেন তৃণমূল প্রধান।

Advertisment

বৈঠক শেষে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের মধ্যে সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে এবং জনসংযোগ বৃদ্ধি করতে কর্মীদের "ভালো করে" কাজ করার নির্দেশ দেন তিনি। মমতা বলেন, "বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও উন্নত করতে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি স্তর যেন পরস্পর পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে, সেই কারণেই আজকের এই বৈঠক। যারা পঞ্চায়েত সমিতি, গ্রামসভায় কাজ করেন, তাঁদের সর্বক্ষণই কাজ করতে হয়। কিন্তু তাঁদের প্রাপ্য অর্থ প্রায় কিছুই নয়। তাই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত।"

আরও পড়ুন: একুশের মঞ্চে ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার ডাক মমতার

কোন পদে কত ভাতা বৃদ্ধি হল দেখে নিন

* জেলা পরিষদ সভাধিপতি আগে পেতেন ৬,৬০০ টাকা, এবার পাবেন ৯,০০০ টাকা

* সহকারী সভাধিপতি পেতেন ৫,০০০ টাকা, পাবেন ৮,০০০ টাকা

* কর্মাধ্যক্ষরা আগে পেতেন ৪,০০০ টাকা, এবার পাবেন ৭,০০০ টাকা

* জেনারেল মেম্বাররা আগে পেতেন ১,৫০০ টাকা, এবার পাবেন ৫,০০০ টাকা

* পঞ্চায়েত সমিতির সভাপতি যাঁরা ৩,০০০ টাকা পেতেন, তাঁরা পাবেন ৬,০০০ টাকা

* সহ-সভাপতিরা পেতেন ৩,০০০ টাকা, পাবেন ৫,৫০০ টাকা

* পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ২,৫০০ টাকার পরিবর্তে এবার পাবেন ৫,০০০ টাকা

* পঞ্চায়েত সমিতির জেনারেল মেম্বাররা আগে পেতেন ১,৫০০ টাকা, এবার পাবেন ৩,৫০০ টাকা

* গ্রাম সভার প্রধানদের ভাতা ৩,০০০ টাকা থেকে বেড়ে হল ৫,০০০ টাকা

* উপ প্রধানরা ২,০০০ টাকার পরিবর্তে এবার পাবেন ৪,০০০ টাকা

* উপসমিতির সঞ্চালকরা আগে পেতেন ১,৮০০ টাকা, এবার পাবেন ৩,৮০০ টাকা

* যাঁরা পঞ্চায়েতে ১,৫০০ টাকা পেতেন, তাঁরা এবার থেকে ৩,০০০ টাকা করে পাবেন

আরও পড়ুন: একুশে জুলাইয়ের পথে প্রসব, মেয়ের নাম ‘মমতা’

ভাতা বৃদ্ধি ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এর আগে এঁরা কিছুই পেতেন না। যাতায়াতের ভাড়াটাও নয়। আমরাই এসে দেড় হাজার টাকা করে দিতাম ওঁদের। কিন্তু এবার এটারও একটু বদলের দরকার ছিল। এই ভাতা বৃদ্ধির ফলে আমাদের ২২০ থেকে ২২৫ কোটি টাকার মতো খরচ হবে। ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে ওঁরাই কাজটা করেন। ওঁদের অসুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত।"

তৃণমূল নেত্রী আরও বলেন, "ওঁদের কাছে সবরকম সুবিধা না থাকায় ব্রিজের দেখভাল হতো না, প্রায়শই ভেঙে পড়ে। এবার থেকে পিডবলুডি এই কাজগুলো করবে। তবে রাস্তাঘাট উন্নত করতে হবে। মানুষের জন্য সপ্তাহে একটা দিন দু'ঘন্টা সময় দিতে হবে, তা বলে দেওয়া হয়েছে। তাঁদের সুবিধা-অসুবিধা শুনতে হবে।" অর্থাৎ একদিকে ভাতা বৃদ্ধি করে অন্যদিকে জেলা পারিষদ, পঞ্চায়েত প্রধান, গ্রাম প্রধানদের দায়িত্বভার অনেকটাই বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee West Bengal panchayat
Advertisment