Mamata Banerjee: তৃণমূলে শেষ কথা তিনিই, দলের বৈঠকে ফের সেকথাই স্মরণ করালেন মমতা

TMC: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনেও ফের একবার তৃণমূলই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
wb assembly elections 2026,mamata banerjee,tmc,west bengal news,মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূল

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-TMC: তৃণমূলের রাশ তিনি নিজের হাতেই রাখছেন, ফের একবার দলের বৈঠকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করে ফেলেছেন তৃণমূল নেত্রী। '২৬-এর নির্বাচনে ফের একবার রাজ্যে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল সুপ্রিমো। ২০২৬ সালের বিধানসভা ভোটে ফের তৃণমূল কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরবে বলে আশাবাদী তৃণমূলনেত্রী।

এরই পাশাপাশি দিল্লির বিধানসভা নির্বাচন নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো। দিল্লিতে কংগ্রেস আম আদমি পার্টিকে সাহায্য করেনি বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। তেমনই হরিয়ানাতেও আপ কংগ্রেসকে সাহায্য করেনি বলে দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, "দুই দল যদি একসঙ্গে থাকতো তাহলে এই ফল হতো না। তবে বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা এখানে একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে '২৬-এর নির্বাচনে আমরা ফের ফিরব। "

আরও পড়ুন- West Bengal News Live:সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

Advertisment

এরই পাশাপাশি এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনের আগে দল ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিককে গুরু দায়িত্ব দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অন্যায়ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে আটকে রাখা হয়েছিল বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Kolkata Metro: অভাবনীয় উদ্যোগ কলকাতা মেট্রোর, এমন তৎপরতা এককথায় নজিরবিহীন!

tmc Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal