Kolkata Metro: অভাবনীয় উদ্যোগ কলকাতা মেট্রোর, এমন তৎপরতা এককথায় নজিরবিহীন!

Metro Railway,Kolkata: যাত্রী স্বার্থে নানা সময়ে নানা ধরনের তৎপরতা নিতে দেখা গিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষকে। এবারও আরও এক দুরন্ত তৎপরতা সংস্থার।

author-image
Nilotpal Sil
New Update
stress management camp for metro staff,kolkata metro,চাপ কমাতে প্রশিক্ষণ কলকাতা মেট্রোয়,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

stress management camp for metro staff: কলকাতা মেট্রো রেলওয়ে তাদের লক্ষ লক্ষ যাত্রীদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব  ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। এবার মেট্রোরেলের কর্মীদের যথাযথ এবং আধুনিক প্রশিক্ষণের জন্য নিয়মিতভাবে মক ড্রিল, টিউটোরিয়াল-সহ বিশেষ সে কয়েকটি সেশনের আয়োজন করা হয়েছে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 

Advertisment

মেট্রোরেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে নোয়াপাড়া ক্রু লবিতে একটি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাম্প চালু হয়েছে। সেই ক্যাম্পটি চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পে মেট্রোর মোটরম্যান, সুপারভাইজার এবং অফিস কর্মীরা অংশগ্রহণ করছেন।

মেট্রোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এই শিবিরটি মোটরম্যান এবং বিভিন্ন বিভাগের অন্যান্য কর্মীদের স্টেস কমাতে এবং তাদের কার্যক্ষম উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- Illegal Construction:'পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী ডাকব', বেআইনি বাড়ি ভাঙতে যুগান্তকারী অবস্থান বিচারপতি সিনহার

Advertisment

 এই শিবিরে, শ্রী শ্রী রবি শঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত 'আর্ট অফ লিভিং'-এর পাঠ দেওয়া হচ্ছে যা মেট্রো কর্মীদের জন্য উত্তেজনা এবং চাপ কমানোর কাজ করবে। পাঁচ দিনব্যাপী এই শিবিরে কলকাতা মেট্রোরেলওয়ের প্রতিটি কর্মী অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগব্যায়াম, ধ্যান, সুদর্শন ক্রিয়া ইত্যাদি অনুশীলন করছেন। যাতে তাঁরা চাপমুক্ত থাকতে পারেন এবং যে কোনও পরিস্থিতির শান্তভাবে মোকাবিলা করতে পারেন।

আরও পড়ুন- West Bengal News Live:ফের নতুন করে পরীক্ষা? সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে নজর

kolkata metro east-west metro Bengali News Today Metro news in west bengal news of west bengal