/indian-express-bangla/media/media_files/2025/04/15/eGNkWrclWwC0eAVvfmJ3.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
jsw power plant salboni: শিল্পায়নের পথে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। আজ শালবনিতে জিন্দল গোষ্ঠীর তৈরি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি রাজ্যের বিদ্যুৎ ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “এই বিদ্যুৎ কেন্দ্র রাজ্যের শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য একটি বড় মাইলফলক। এই প্রকল্প শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনই নয়, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও সাহায্য করবে।”
জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর তরফ থেকে জানানো হয়েছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট, যা আগামী দিনে আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, স্থানীয় বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকেরা ও জিন্দল গোষ্ঠীর শীর্ষকর্তারাও।
এই প্রকল্পে প্রায় ১০,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে CSR-এর আওতায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পও গ্রহণ করা হয়েছে।এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে রাজ্যে নতুন করে বিনিয়োগ আসার আশাও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Digha: দিঘা যাওয়া এবার আরও সহজ! পর্যটকদের জন্য অভূতপূর্ব বন্দোবস্ত রেলের
তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ এখন শিল্প-বান্ধব রাজ্য। আপনারা আসুন, বিনিয়োগ করুন। সরকার সবরকম সহায়তা করবে।”এদিনের এই ঐতিহাসিক উদ্বোধনের মাধ্যমে শালবনি তথা গোটা জঙ্গলমহল অঞ্চলে উন্নয়নের একটা নতুন দিশা খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে আরও বলেন, "বাংলায় ৬টি ইকোনমিক করিডর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরে ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। দেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে। ৩০ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে।"
আরও পড়ুন-Kolkata Metro: কলকাতা মেট্রোর ইতিহাসে নতুন নজির! দুই কর্মীর তাকলাগানো কীর্তি দারুণ চর্চায়!
এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি, শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জেরে গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন হবে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ঘাটালের তৃণমূল সাংসদ দেব বলেন, "যাঁরা বলেন বাংলার কোনও উন্নতি হচ্ছে না তাঁরা এসে দেখে যান কীভাবে বাংলার উন্নতিতে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুব খুশি যে শালবনিতে এটা হল। এরাজ্যে আরও বড় বড় শিল্প আসবে।"