/indian-express-bangla/media/media_files/2025/04/10/vcJ8tuNZuVY3gJySn5xK.jpg)
West Bengal SSC recruitment Scam: সুপ্রিম কোর্টের রায়ে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে।
West Bengal News Update: এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। রাতভর এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওয়ের দাবি। কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না দাবি চাকরিহারাদের। যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ ততক্ষণ অবস্থান ও অনশন চলবে, হুংকার চাকরিহারাদের। এসএসসি ভবনের বাইরে চোর স্লোগান। আচার্য সদনের সামনে তুমুল বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর থেকে ২ কোটি ক্ষতিপূরণের দাবি। ২১ এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা দেওয়া না হলে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। এসএসসি অফিসে খাবার নিয়ে যেতে বাধা। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ তালিকা প্রকাশের কথা থাকলেও টা সামনে না হয়নি। এরপরই জন্য যায় প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সকলে বৈধ। চতুর্থ কাউন্সিলিং থেকে সকলে অবৈধ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে চকরিহারারা।
হাওড়া ডোমজুড়ের ওএনজিসির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড!উত্তর ঝাপড়দহ এলাকার ওই কারখানায় আগুন। একের পর এক বিষ্ফোরণ কারখানায় থাকা রাসায়নিক ড্রামে । জ্বলছে পাঁচ হাজার স্ক্যোয়ার ফিট এলাকা। আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকলের। মূল রাস্তা থেকে দেড় কিলোমিটার দূরে এই অগ্নিকান্ড ঘটেছে । আগুন নেভাতে উত্তর পাড়া বালিশ সহ বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে দমকলের ইঞ্জিন।
ওয়াকফ সংশোধনী আইন ঘিরে প্রতিবাদের স্রোত আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। ওয়াকফ আইন নিয়ে বাংলার কিছু জায়গায় হিংসার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক আইনজীবী। সেই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআ গব্বই বলেন, "আপনারা কি চান যে এই আবেদন কার্যকরের জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই? এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার মতো অভিযোগ উঠছে। দয়া করুন।"
হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। চিকিৎসকদের পরামর্শেই দ্রুত তাঁকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রুটিন চেক-আপের জন্যই রাজ্যপাল সোমবার কম্যান্ড হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তখনই তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
-
Apr 21, 2025 15:10 IST
West Bengal News Live:দিঘা স্পেশাল ট্রেন
মালদা টাউন ও দিঘার মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের পর্যটকদের জন্য দিঘায় ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে। পূর্ব রেলওয়ের উদ্যোগে এই বিশেষ ট্রেনটি উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
বিস্তারিত পড়ুন- Digha: দিঘা যাওয়া এবার আরও সহজ! পর্যটকদের জন্য অভূতপূর্ব বন্দোবস্ত রেলের
-
Apr 21, 2025 13:29 IST
West Bengal News Live:তৃণমূলকে তুলোধনা সুকান্তর
দিঘার (Digha) মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে এসেছে জগন্নাথ দেবের (Jagannath Dev) কাঠের মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকতনগরীতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী থেকে শুরু করে পর্যটকরা ভিড় জমান ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি দেখতে। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন। তার আগে আশ্চর্য্যজনক এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে BJP। এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বিস্তারিত পড়ুন- Jagannath idol: 'ভগবানের অসম্মানের পাপ নেবেন না', দিঘায় জগন্নাথের মূর্তি ভেসে আসা নিয়ে তৃণমূলকে তুলোধনা সুকান্তর
-
Apr 21, 2025 12:38 IST
West Bengal News Live:আদিবাসী মহিলার রহস্যমৃত্যু
আদিবাসী মহিলার রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়। মৃত মহিলার পরিবারের দাবি, অতিরিক্ত চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। সোমবার সকালে শোওয়ার ঘর থেকেই আদিবাসী ওই গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের গোবিনপুর এলাকায়। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Malda News: আদিবাসী মহিলার রহস্যমৃত্যু, চাঞ্চল্যকর দাবি স্বামীর
-
Apr 21, 2025 12:13 IST
West Bengal News Live: সরকারের উপর চাপ বাড়িয়ে পথে যোগ্যরা, দুর্ভেদ্য দুর্গে পরিণত SSC দফতর
সরকারের উপর চাপ বাড়িয়ে পথে যোগ্যরা, দুর্ভেদ্য দুর্গে পরিণত SSC দফতর। ১১ এপ্রিল বৈঠকে তালিকা প্রকাশের আশ্বাস শিক্ষামন্ত্রীর। আজ সন্ধ্যা ৬টায় তালিকা প্রকাশের সম্ভাবনা। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থান 'যোগ্য' শিক্ষকদের। এসএসসি ভবনের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করবেন চাকরিহারারা।
-
Apr 21, 2025 11:38 IST
West Bengal News Live:কলকাতা শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে বীভৎস মৃত্যু। আগুনটা লেগেছিল গতকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ। দফায়-দফায় ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট হয়নি।
বিস্তারিত পড়ুন- Kolkata Fire: কলকাতা শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড! দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু
-
Apr 21, 2025 11:05 IST
West Bengal News Live:ইডেনে আজ KKR-এর সামনে গুজরাত
ফের কলকাতার ইডেন গার্ডেন্সে আজ KKR-এর ম্যাচ। আজ কলকাতার মুখোমুখি গুজরাত টাইটান্স। দিল্লিকে হারিয়ে কলকাতায় আজ গুজরাতের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সাত ম্যাচের চারটিতে হেরে গিয়েছে শাহরুখের দল। পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে নাইট-বাহিনী।
-
Apr 21, 2025 11:03 IST
West Bengal News Live:বাড়ি ফিরল ঘরছাড়ারা
নিজের ভিটেমাটি ছেড়ে সামসেরগঞ্জের বেতবোনা এলাকা থেকে মালদার পারলালপুর গ্রামে চলে গিয়েছিলেন প্রায় ৮৫ টি পরিবার। গতকাল ওপার থেকে সবকটি পরিবার পুনরায় নিজের বাড়ি ফিরে আসেন তারা। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাদের নৌকা ঘাটে নিয়ে আসা হয়। ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাট থেকে নিরাপত্তার সঙ্গে তাদের প্রত্যেকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। রবিবার সন্ধ্যার চিত্র। এই মুহূর্তে পারলালপুরের আশ্রয় ক্যাম্পে আর কোনো পরিবার নেই।
-
Apr 21, 2025 11:01 IST
West Bengal News Live:ঝড়-জলের পূর্বাভাস
সপ্তাহের প্রথম দিনেও রাজ্যের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: সপ্তাহের প্রথম দিনে জোরালো ঝড়-জলের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
-
Apr 21, 2025 10:14 IST
West Bengal News Live: হাসিনার বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারির অনুরোধ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা, সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির অনুরোধ জানিয়েছে।