Mamata Banerjee in Darjeeling: সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে তিনি জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। আজ বুধবার, ভোরে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে ম্যাল রোডে পৌঁছানোর আগেই পৌঁছে যান পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কে। সেখানে চিড়িয়াখানার নতুন অতিথিদের দেখে স্বভাবতই ভীষণ খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী। নবাগত অতিথির সঙ্গে সারেন আলাপ-পর্ব। পাশাপাশি দুই তুষারচিতা শাবকের নামকরণ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী চিড়িয়াখানার নতুন চারটি 'রেড পান্ডার' নামকরণও করেছেন। এরপর তিনি সোজা ম্যালরোডের দিকে হাঁটা শুরু করেন। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। এই সময় ছোটদের হাতে চকোলেট তুলে দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। দীর্ঘ প্রায় ২ বছর পর দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী।
সোমবার সন্ধায় দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীকে জমকালো স্বাগত জানানো হয়। দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শিলিগুড়িতে বহু বছর ধরে সরস মেলার আয়োজন হলেও এবারই প্রথম পাহাড়ে আয়োজিত হচ্ছে সরস মেলা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গোটা এলাকায় কার্যত পুলিশ-প্রশাসনের দখলে চলে যায়। মমতাকে দেখতে কার্যত মানুষের ঢল চোখে পড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মেলা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
সিতাইয়ে EVM-এর বোতামে 'সেলোটেপ', হাড়োয়ায় BJP এজেন্টকে তাড়া! তালডাংরায় ভোটের 'ভেট' কী?
গত জুলাইয়ে দার্জিলিংয়ে পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কে নতুন ৬ অতিথির জন্ম হয়। দার্জিলিং সফরে গিয়ে বুধবার দুই স্নো লেপার্ড শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যটির নাম রাখলেন ‘চার্মিং’। পাশাপাশি চিড়িয়াখানায় থাকা চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা। চিড়িয়াখানার অথিতিদের নামকরণ খোদ মুখ্যমন্ত্রী করায় খুশি পার্ক কর্তৃপক্ষ। নতুন দুটি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে হয়েছে ১১। পাশাপাশি চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হয়েছে ১৯টি।
ভোট বলে বন্ধ বড়মা'র দর্শন, পিছনের দরজা দিয়ে মন্দিরে TMC প্রার্থী, বেরোতেই বিক্ষোভ
দুই বছরেরও বেশি সময় পর সোমবার সন্ধ্যায় দার্জিলিং শহরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা শেষবার ২০২২ সালের জুলাই মাসে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধান হিসাবে অনিত থাপার শপথ গ্রহণ অনুষ্ঠানে দার্জিলিং গিয়েছিলেন। এরপর তিনি গত বছরের ডিসেম্বরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কার্শিয়াংয়ে ছিলেন। গত দুই বছরে দুবার মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল করেছেন।
মুখ্যমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠকে অংশ নেন। পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ড পুনর্গঠন ও নজরদারির জন্য বিশেষ মনিটরিং সেল গঠনের পাশাপাশি পাহাড়ি এলাকার যুবকদের জন্য বিশেষ স্কিলিং সেন্টার গড়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।