/indian-express-bangla/media/media_files/2024/11/13/8fTHCkV5ZD8czxchvotQ.jpg)
West Bengal Assembly By-Election Voting: নৈহাটির একটি বুথে ভোট দিচ্ছেন মহিলারা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
Naihati, Haroa, Medinipur,Taldangra,Sitai, Madarihat Assembly By-Election Voting Updates: বাংলার ভোট ময়দানে আজ চতুর্মুখী লড়াই। রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আর পাঁচটা নির্বাচনের চেয়ে এবারের ভোট বঙ্গ রাজনীতিতে আলাদা একটি চর্চার বিষয়। গত কয়েক মাসে আরজি কর ইস্যুতে বিরোধী দলগুলি ছাড়াও নানা সংগঠনের উপর্যুপরি বিক্ষোভে খানিকটা হলেও ব্যাকফুটে শাসকদল তৃণমূল। তাই এটা জোড়াফুলের কাছেও 'জবাব' দেওয়ার ভোট। উল্টোদিকে, আরজি কর কাণ্ডকে ইস্যু করে একের পর এক দুর্নীতিকে হাতিয়ার করে এই উপনির্বাচনেই শাসকদলকে প্যাঁচে ফেলার চেষ্টায় ফাঁক রাখছে না বাম, BJP থেকে কংগ্রেস।
আজ দক্ষিণবঙ্গের নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা এবং উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যের এই ৬টি কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট ছাড়া বাকি পাঁচটিই শাসকদল তৃণমূলের দখলে রয়েছে। গত ২০২১ সালের নির্বাচনের এই 'হিসেব' ধরলে '২৪-এর উপনির্বাচনেও অ্যাডভান্টেজ তৃণমূল। তবে এরই মধ্যে গঙ্গা-পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু স্রোত। ঘটে গিয়েছে আরজি করের নৃশংস-কাণ্ড। শাসকদল তৃণমূলকে তুলোধনা করে একটানা সোচ্চার বিরোধীরা। তাই পাল্টা জবাবের আজকের এই উপনির্বাচন তৃণমূলের কাছেও বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উপনির্বাচনে মানুষের রায় কোন দিকে যায় সেদিকে তো নজর থাকবেই। সেই সঙ্গে ২০২৬-এর বিধানসভা ভোটে এই ৬ কেন্দ্রের 'ট্রেন্ড'ও আগেভাগে সামান্য ঠাহর করা সম্ভব হবে। শাসকদলের বিপক্ষে রায় গেলে বুঝতে হবে আরজি কর কাণ্ডের ভালোমতো 'এফেক্ট' পড়েছে গ্রামীণ বাংলাতেও। তবে সেটা না হলে, এটাই বুঝতে হবে যে বিদ্রোহ যতই দানা বাঁধুক, তৃণমূলের পাকাপোক্ত ভীতটা এবারেও নাড়িয়ে দিতে পারলেন না শুভেন্দু, সুকান্ত থেকে সেলিম, বিমানরা। এমনই মত রাজনৈকিস মহলের একাংশের।
-
Nov 13, 2024 18:33 IST
Assembly By-Election Live: বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায় ৭৫.২০ শতাংশ এবং সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে ৬২.১০ শতাংশ।
-
Nov 13, 2024 16:48 IST
Sitai By-Election Live: 'ভিতরে কী করছেন?', কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন তৃণমূল প্রার্থীর
সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ভোট পরিদর্শনে বেরিয়ে একটি বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করলেন, 'আপনারা ভিতরে কী করছেন? আপনাদের বসার জন্য তো বাইরে ব্যবস্থা রয়েছে। বুথের ভিতরে উঁকি-ঝুকি দিচ্ছেন কেন?'। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Sitai Assembly TMC Candidate and wife of Cooch Behar MP Jagadish Chandra Basunia; Smt Sangita Roy is directing Central Force Personnel to sit down and refrain from doing their duty !
— Suvendu Adhikari (@SuvenduWB) November 13, 2024
She is extremely brothered and displeased that they are doing their duty in front of the Polling… pic.twitter.com/2vhZ8GmQgf -
Nov 13, 2024 16:03 IST
Assembly By-Election Live: দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার প্রায় ৬০ শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটদানের হার দুপুর ৩টা পর্যন্ত ৫৯.৯৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালড্যাংরায় ৬৫ শতাংশ। সবচেয়ে কম নৈহাটিতে ৫২.২৪ শতাংশ।
-
Nov 13, 2024 15:47 IST
Assembly By-Election Live: দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৫.৫৯ শতাংশ
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটদানের হার দুপুর ১টা পর্যন্ত ৪৫.৫৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালড্যাংরায় ৪৮ শতাংশ। সবচেয়ে কম নৈহাটিতে ৩৯.৭৫ শতাংশ।
-
Nov 13, 2024 14:53 IST
Haroa By-Election Live: দেগঙ্গায় ছাপ্পা ভোটের অভিযোগ
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গার মহব্বতপুরে ছাপ্পা ভোটের অভিযোগ ISF-এর। ISF প্রার্থী বুথে পৌঁছতেই বিক্ষোভ শুরু করে তৃণমূল। ISF-এর প্রার্থীকে বুথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথ চত্বরে।
-
Nov 13, 2024 14:04 IST
Jharkhand Assembly Election 2024 Live: পড়শি ঝাড়খণ্ডেও চলছে ভোটগ্রহণ
আজ ঝাড়খণ্ডেও চলছে বিধানসভা নির্বাচন। দুপুর ১টা পর্যন্ত, ঝাড়খণ্ডের ৪৩টি নির্বাচনী এলাকায় ৪৬.২৫% ভোট পড়েছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ৪৩টি আসনে চলছে ভোটগ্রহণ। আজ মূলত আদিবাসী অধ্যুষিত দক্ষিণ ছোটনাগপুর, উত্তর পালামু এবং কোলহান অঞ্চলের আসনগুলিতে নির্বাচন চলছে। আজ ভোট হওয়া আসনগুলির মধ্যে ২০টি তফসিলি উপজাতি (এসটি) এবং ছয়টি তফসিলি জাতি (এসসি)-এর জন্য সংরক্ষিত। এর মধ্যে দুটি - চাতরা এবং সিমারিয়া - রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জেলায় অবস্থিত, যাকে 'চতরাও' বলা হয়।
-
Nov 13, 2024 14:00 IST
Haroa By-Election Live: চা পানে বেরোতেই বেদম মার এজেন্টকে
বুথের বাইরে চা পান করতে বেরিয়েছিলেন ISF-এর এক পোলিং এজেন্ট। ঠিক সেই সময়ে অতর্কিতে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার মানিকপুর এলাকার কাঁকড়া মির্জানগরের ঘটনা। বেধড়ক মারধরে গুরুতর আহত হন ওই পোলিং এজেন্ট। স্থানীয়রাই তাঁকে সেখান থেকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যান। তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে।
-
Nov 13, 2024 12:05 IST
Naihati By-Election Live: 'অর্জুন এখন বিড়াল', কটাক্ষ তৃণমূল প্রার্থীর
এবার বিজেপি নেতা অর্জুন সিংকে বিড়াল বলে কটাক্ষ করলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। উপনির্বাচনে সন্ত্রাস হলে ইভিএম ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তারই পাল্টা হিসেবে অর্জুনকে তীব্র কটাক্ষ তৃণমূল প্রার্থীর। নৈহাটির তৃণমূল প্রার্থী এদিন বলেন, "এখন অর্জুন বিড়াল। ও বুথে ঢুকে দেখাক।"
-
Nov 13, 2024 12:00 IST
Medinipur By-Election Live: গৃহবন্দি BJP নেত্রী?
মেদিনীপুরে এক বিজেপি নেত্রীকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর সদর ব্লকের ওই বিজেপি নেত্রীর নাম নয়ন দে। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখছেন, "বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না। তাঁর বাড়িতে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে। এই ধরনের 'গৃহবন্দি' করা হচ্ছে। যাতে বিজেপি নেতা-নেত্রীরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন।"
Mamata Police are adopting desperate measures to influence the Voting process to extend an upper hand to the TMC Party.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 13, 2024
Nayan Dey; an important BJP Karyakarta of Chandra GP; Midnapore Sadar Block, is not being allowed to step outside of his house.
His house is being constantly… pic.twitter.com/p8v7kisUPc -
Nov 13, 2024 11:52 IST
Medinipur By-Election Live:আক্রান্ত বিজেপি নেতা
মেদিনীপুরে উপনির্বাচন চলাকালীন এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। শালবনির সাতপাটির একটি বুথে দলের এজেন্টকে বসাতে নিয়ে গিয়েছিলেন ওই বিজেপি নেতা। তখনই বিজেপি নেতা বাবলু ঘোষকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে কয়েকজন। আহত বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
-
Nov 13, 2024 11:31 IST
Madarihat By-Election Live: বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর
মাদারিহাটের ভোটে উত্তেজনা। বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুরের অভিযোগ। এদিন একটি বুথে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। বুথের খানিক আগেই রাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে জনা পঞ্চাশেক যুবক। বিজেপির অভিযোগ, তৃণমূল এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে। এদিন প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভের মাঝেই প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
TMC goons have attacked @BJP4Bengal Madarihat by poll candidate Shri Rahul Lohar, in conspicuous presence of Mamata Police.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 13, 2024
Rahul Lohar is not only a BJP Candidate but also a renowned Tribal Leader of the Tea Garden areas.
Tribals are not safe in West Bengal. @ECISVEEP… pic.twitter.com/d1jXXTi1TgMadarihat By-Election: বিজেপি প্রার্থীর গাড়ি দেখেই তেড়ে যাচ্ছে কয়েকজন যুবক। -
Nov 13, 2024 11:24 IST
Naihati By-Election Live: তৃণমূল প্রার্থীকে বাধা আধাসেনার
চিনতে না পারার জন্যই যাবতীয় গন্ডগোল। নৈহাটির একটি বুথে তৃণমূল প্রার্থীকে আটকাতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। তাঁকে চিনতে পারেননি বলেই আটকানো হয়েছে, দাবি করেন কর্তব্যরত জওয়ান। তবে এই বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর কথা জানিয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।
-
Nov 13, 2024 11:24 IST
Haroa By-Election Live: হাড়োয়ার দিকে দিকে অশান্তি
রাজ্যের বাকি পাঁচ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি হাড়োয়াতেও চলছে উপনির্বাচন। হাড়োয়ার দিকে দিকে ISF এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে ISF নেতৃত্বের তরফে। পুলিশ কর্ডন করে এজেন্টদের নিয়ে গিয়ে বুথে বসানোর বন্দোবস্ত করেছে।
-
Nov 13, 2024 11:24 IST
Taldangra By-Election Live: ভোটের 'ভেট' গাছ!
অবাক কাণ্ড বাঁকুড়ার তালডাংরায়। বাঁকুড়ার এই বিধানসভা কেন্দ্রটিতেও উপনির্বাচন চলছে। এখানকার ফুলমতী হাই স্কুলের একটি বুথে ভোট দিলেই নির্বাচন কমিশনের তরফে দেওয়া হচ্ছে গাছের চারা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের আরও বেশি অংশগ্রহণে উৎসাহ দিতেই নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।
-
Nov 13, 2024 10:42 IST
Naihati By-Election Live:প্রিসাইডিং অফিসারকে হুমকি BJP প্রার্থীর
নৈহাটি উপনির্বাচনে চরম উত্তেজনা। একটি বুথে তৃণমূলের এজেন্ট মোবাইল ফোন নিয়ে ঢোকেন বলে অভিযোগ। বিষয়টি জেনেও প্রিসাইডিং অফিসার তাঁকে বাধা দেননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর পেয়ে বুথে পৌঁছোন নৈহাটির বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসারকে আঙুল উঁচিয়ে হুমকি দিতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর কথা জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
-
Nov 13, 2024 10:17 IST
West Bengal Assembly By-Election Live: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন
নৈহাটির উপনির্বাচন চলাকালীন লাগোয়া ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা অশোক সাউ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে অভিযোগ পরিবারের। তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Bhatpara Shootout: সাতসকালে ভাটপাড়ায় শুটআউট! ধাওয়া করে তৃণমূল নেতাকে গুলি, বোমাবাজি!
-
Nov 13, 2024 09:59 IST
West Bengal Assembly By-Election Live: সকাল ৯টা পর্যন্ত ১৪.৬৫ শতাংশ ভোটদান
রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন চলছে। সকাল ৯টা পর্যন্ত ৯টা পর্যন্ত ১৪.৬৫ শতাংশ ভোটদান হয়েছে।
সিতাই- ১২ শতাংশ
মাদারিহাট - ১৫ শতাংশ
নৈহাটি - ১৪.৫১ শতাংশ
হাড়োয়া - ১৪.৮০ শতাংশ
মেদিনীপুর- ১৪.৩৬ শতাংশতালডাংরা- ১৮ শতাংশ
-
Nov 13, 2024 09:54 IST
Taldangra By-Election Live: বুথের ১০০ মিটারের মধ্যে প্রার্থীর ছবি দেওয়া স্লিপ-বিলি
বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা। তালডাংরার পাঁচমুড়া প্রাথমিক বিদ্যালয়ের ১২১ নম্বর বুথে সাময়িক উত্তেজনা ছড়ায়। বুধবার সকালে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর ছবি দেওয়া স্লিপ বিলির অভিযোগ ওঠে। নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। বুথের ১০০ মিটারের মধ্যে স্লিপ বিলির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মীরা।
-
Nov 13, 2024 09:06 IST
Medinipur By-Election Live: মেদিনীপুরে পুলিশি 'ধরপাকড়'
উপনির্বাচন চলাকালীন মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মাদরধর, ধরপাকড়ের অভিযোগ উঠল। মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের অভিযোগ, বুধবার উপনির্বাচনের দিন সকালে মেদিনীপুর শহর দু'নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে পুলিশ তুলে নিয়ে যায়। মেদিনীপুর বিধানসভার বিভিন্ন এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ বিজেপি নেতা-কর্মীদের হেনস্থা করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী।
-
Nov 13, 2024 09:01 IST
Madarihat By-Election Live:বুথে আলোর সমস্যা
মাদারিহাট উপনির্বাচনে একটি বুথে কম আলো থাকার জন্য সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভোটাররা। তৃণমূলও এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত সেই বুথে আলোর সমস্যা মেটেনি বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।
-
Nov 13, 2024 09:01 IST
Naihati By-Election Live:নৈহাটির তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ
নৈহাটিতে উত্তেজনা। উপনির্বাচনের দিন বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের প্রার্থী সনৎ দে পৌঁছে গিয়েছিলেন নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। মন্দিরের দরজা বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে গিয়ে পুজো দিয়ে আসেন সনৎ দে। এই বিষয়টি নিয়েই আপত্তি তোলেন অন্য ভক্তরা। তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরোলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন- Naihati Boroma: ভোট বলে বন্ধ বড়মা'র দর্শন, পিছনের দরজা দিয়ে মন্দিরে TMC প্রার্থী, বেরোতেই বিক্ষোভ
-
Nov 13, 2024 08:14 IST
Haroa By-Election Voting Live: দেওয়াল লিখন মুছল কমিশন
হাড়োয়ার শাসনে বুথের কাছে তৃণমূলের দেওয়াল লিখন মুছল তৃণমূল। শাসনে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন ছিল। বিষয়টি নজরে আসতেই ভোটের দিন সকালে তৎপর হয় নির্বাচন কমিশন। তড়িঘড়ি চুনকাম করে মুছে ফেলা হয়েছে সেই দেওয়াল লিখন।
-
Nov 13, 2024 08:01 IST
Haroa By-Election Live: বুথের দরজার সামনে EVM?
উপনির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাড়োয়ার ২০০ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথের দরজার সামনে ইভিএম রাখা নিয়ে বচসা শুরু হয়ে যায়। বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের এজেন্টের তুমুল বচসা বেধে যায়। সুরক্ষাকর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনার খবর পেয়ে কমিশনের কয়েকজন আধিকারিকও ওই বুথে ছুটে গিয়েছিলেন।
-
Nov 13, 2024 07:58 IST
Naihati By-Election Live: বুথে BJP এজেন্টকে বসতে বাধা
নৈহাটির ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনার খবর পেয়েই ওই বুথে পৌঁছে গিয়েছিলেন নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। তাঁরই হস্তক্ষেপে ওই বুথে বসেন বিজেপির এজেন্ট।
-
Nov 13, 2024 07:55 IST
Naihati By-Election Live:ভোটের শুরুতেই নৈহাটিতে উত্তেজনা
উপনির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনার নৈহাটিতে উত্তেজনা। বিজেপির ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে দেোয়ার অভিযোগ উঠেছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে পদ্ম শিবির। যদিও এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
-
Nov 13, 2024 07:51 IST
Sitai By-Election Live:ভোটারদের হুমকির অভিযোগ শুভেন্দুর
This is the illustration of "Real Democracy" under Mamata's Rule.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 12, 2024
TMC lumpens are visiting @BJP4Bengal Karyakartas' homes in Sitai Assembly Constituency and threatening them before by-election.@ECISVEEP is sleeping and @CEOWestBengal Aariz Aftab Sahib is acting like Mamata… pic.twitter.com/o9W5zWQKypউপনির্বাচনের আগের রাতে কোচবিহারের সিতাইয়ে বাড়ি-বাড়ি গিয়ে তৃণমূলের বাইক বাহিনী হুমকি দিয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের বাকি ৫ কেন্দ্রের সঙ্গে আজ সিতাইয়ে উপনির্বাচন চলছে। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে মারাত্মক এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
-
Nov 13, 2024 07:46 IST
Haroa By-Election Live: শাসনে ভোটের লাইন ফাঁকা
সকাল থেকে ভোটের লাইন কার্যত ফাঁকা শাসনে। গতকাল রাতে শাসনের কয়েকটি জায়গায় ISF শাসকদল তৃণমূলের বিরুদ্ধে শাসানির অভিযোগ তোলে। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট শুরু হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অত্নর্গত শাসনে। তবে এদিন সকাল থেকে শাসনের দিকে দিকে ভোটের লাইন কার্যত ফাঁকা। তবে বেলা বাড়লে এই ছবিটা বদলাতে পারে। সকাল থেকে কোনও দলের তরফেই গন্ডগোলের অভিযোগ মেলেনি। শাসনের অধিকাংশ বুথেই নেই ISF-এর এজেন্ট।
-
Nov 13, 2024 07:17 IST
West Bengal By-Election Live: ৬ কেন্দ্রের ৫টিই ছিল তৃণমূলের দখলে
বুধবার রাজ্যের যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার ৫টিই ছিল তৃণমূলের দখলে। দক্ষিণবঙ্গের নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরার পাশাপাশি উত্তরবঙ্গের সিতাই কেন্দ্রে একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। তবে একমাত্র আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলে ছিল।
-
Nov 13, 2024 07:12 IST
West Bengal By-Election Live: ৬ কেন্দ্রে ১০৮ কোম্পানি আধাসেনা
কড়া নিরাপত্তায় শুরু উপনির্বাচন। রাজ্যের ৬ কেন্দ্রে আজ বিধানসভা উপনির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে ৬ কেন্দ্রে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। আজ ভোটের দিন বুথে বুথে মোতায়েন রয়েছে মোট ১০২ কোম্পানি আধাসেনা। এছাড়াও বাকি ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকবে।