Protests around Tmc candidate Sanat Dey at Boroma Temple: উপনির্বাচনের দিন সকালে নৈহাটিতে তুমুল উত্তেজনা। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। আজ নৈহাটিতে উপনির্বাচন (Naihati Assembly By-Election)। নির্বাচন কমিশনের অনুরোধেই সকালে বন্ধ রাখা হয়েছে বড়মার মন্দিরের দরজা। স্বাভাবিকভাবেই দূর দূরান্ত থেকে বহু ভক্ত এসেছিলেন পুজো দিতে। কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। এই পরিস্থিতিতে নৈহাটির তৃণমূল প্রার্থী মন্দিরের পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে পুজো দিয়ে আসেন। তাতেই ক্ষোভে ফেটে পড়েন অন্য ভক্তরা।
বুধবার সকালে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে বড়মার মন্দিরে পৌঁছে যান। সেই সময়ে অন্য অনেক ভক্ত মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। মন্দিরের সামনের দরজা বন্ধ থাকায় পিছনের দরজা দিয়ে ভিতরে ঢোকেন তৃণমূল প্রার্থী সনৎ দে। বড়মাকে পুজো দিয়ে তিনি গাড়িতে উঠতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্য ভক্তরা। তাঁরা দীর্ঘক্ষণ বড়মার পুজো দেওয়ার জন্য অপেক্ষা করে থাকলেও মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী কীভাবে মন্দিরের পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেলেন এবং পুজোও দিয়ে ফেললেন তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকেন ভক্তরা। তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু ভক্ত। বিষয়টি নিয়ে নৈহাটির বড়মার মন্দিরের সামনে বুধবার সকালের দিকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রীতিমতো ভিড় জমে যায় গোটা রাস্তায়। বেশ কিছু ভক্ত তর্ক জুড়ে দেন তৃণমূল প্রার্থীর সঙ্গে।
আরও পড়ুন- West Bengal By-Election Voting Live: রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন, নৈহাটিতে ছেঁড়া হল BJP-র ফ্ল্যাগ , হাড়োয়ায় বচসায় জড়ালেন প্রার্থী
আরও পড়ুন- West Bengal Weather Update: উইকেন্ডে বাড়বে ঠান্ডার আমেজ, জাঁকিয়ে শীত কবে থেকে? জানুন একেবারে লেটেস্ট আপেডট
আরও পড়ুন- Mithun Chakraborty: BJP-র মঞ্চ থেকেই মিঠুনের 'পকেটমারি', মানিব্যাগ খুইয়ে বেজায় ফ্যাসাদে মহাগুরু!