Advertisment

DA বাড়িয়েও ক্ষোভে লাগাম পরল না, মমতা বললেন 'আমি ম্যাজিসিয়ান নই'

DA বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee on da

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের সরকারি সভা-মঞ্চ থেকে কেন্দ্রকে বেনজির আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'পশ্চিমবঙ্গকে ভাতে মারতে চাইছে কেন্দ্র', মোদী-শাহদের তুলোধনা করে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

গত বুধবারের বাজেটে সরকার কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সরকারের ডিএ বৃদ্ধির এই ঘোষণাকে স্বাগত জানানোর বদলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন তাঁরা। আগামী সোম-মঙ্গলবার রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক আন্দোলনকারী সরকারী কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের।

আজ শুক্রবার রাজ্যজুড়ে বুকে কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদে সরকারি কর্মীদের একটি বড় অংশ। এরই পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন বিধানসভা অভিযানেও নামেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।

আরও পড়ুন- অর্জুনের ভাইয়ের হাতেই হাতকড়া! তৃণমূলে বড়ই কোণঠাসা ‘বাহুবলী’ রাজনীতিবিদ?

মুখ্যমন্ত্রী এদিন জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও তাঁর সরকার কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে। এপ্রসঙ্গে বাঁকুড়ার সরকারি সভা-মঞ্চ থেকে তিনি বলেন, 'আমি ম্যাজিসিয়ানের মতো টাকা দিতে পারি না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিচ্ছি।' কেন্দ্রকে বিঁধে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গিয়ে সেই টাকা দেয় না কেন্দ্র। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছে। বাংলার মানুষ ভিক্ষা চায় না। অধিকার চায়। কেন্দ্র পশ্চিমবঙ্গকে ভাতে মারতে চাইছে।'

আরও পড়ুন- ভ্যালেন্টাইন ডে-তে ‘কাউ হাগ ডে’, মোদীকে বিঁধে ভয়ঙ্কর কটাক্ষ অখিল গিরির

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভোটের সময় এসে বলে উজলা দেব। ভোটের পর উজলা হাওয়া। বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে মা-মেয়েকে পুড়িয়ে মেরেছে। এর বিচার হয় না। তখন কেন্দ্রীয় দল কোথায় যায়।'

tmc bjp Mamata Banerjee West Bengal Government
Advertisment