Digha Rath Yatra:জমজমাট দিঘা, আগামিকালের রথযাত্রা নিয়ে দুরন্ত পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: রথযাত্রা উপলক্ষে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল রথযাত্রা নিয়ে বিস্তৃত পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: রথযাত্রা উপলক্ষে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল রথযাত্রা নিয়ে বিস্তৃত পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী।

author-image
Debanjana Maity
New Update
Digha Rath Yatra  ,Mamata Banerjee  ,Jagannath Temple Digha,  Rath Yatra 2025,  Rath Yatra inauguration,দিঘা রথযাত্রা,  মমতা বন্দ্যোপাধ্যায়,  জগন্নাথ মন্দির  ,রথযাত্রা ২০২৫,  রথযাত্রা সূচনা

Digha Rath Yatra: দিঘায় সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rath Yatra 2025: রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে রাজ্যের সৈকতনগরী দিঘা। মন্দির তৈরির পর এবারই প্রথম পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গতকাল অর্থাৎ বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দিঘায় রয়েছেন রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। আগামিকাল দিঘার রথযাত্রা নিয়ে গোটা পরিকল্পনা বিশদে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সাংবাদিকদের এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কাল সকাল সাড়ে ৯টা থেকে পুজো। কাল দুপুর ২.৩০টেয় রথযাত্রা শুরু। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। পদপিষ্ট যাতে না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকবে। দিঘা এখন অনেক বড় তীর্থস্থান। বিকেল চারটের মধ্যে রথযাত্রা শেষ করা হবে।"

উল্লেখ্য, দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এবারই প্রথম সেখানে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে এই রথযাত্রাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় ঢল নামছে পুন্যার্থীদের। পর্যটকদের পাশাপাশি শুধু জগন্নাথ মন্দির দর্শনেই কাতারে কাতারে মানুষ ছুটে যাচ্ছেন সৈকত শহরে। 

Advertisment

আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!

আরও পড়ুন-Rath Yatra 2025: রথযাত্রায় দিঘায় যাবেন? বাম্পার বন্দোবস্ত! ছুটছে স্পেশাল লোকাল ট্রেন, প্রায় সর্বত্র মিলছে বাস

রথযাত্রা উৎসব উপলক্ষে এবার দিঘায় বিপুল ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে সমুদ্র নগরী জুড়ে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। দিকে দিকে পুলিশের ব্যারিকেড, টহলদারি তো চলছেই। পর্যটক-পুন্যার্থীদের সুবিধার্থে দিঘা জুড়ে বেশ কিছু 'মে আই হেল্প ইউ' বুথ খোলা হয়েছে। যে কোনও ধরনের প্রয়োজনে সেই সব বুথে গিয়ে সাহায্য পেতে পারবেন সাধারণ মানুষ।

CM Mamata banerjee Digha Jagannath Temple Digha Rath Yatra 2025