Special local train:রাত পোহালেই রথযাত্রা। দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এই প্রথম সেখানে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। দিঘার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্যে উন্মাদনা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘা যাওয়ার জন্য বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রথে দিঘা যাবেন? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘা যাচ্ছে বাস, চলছে বিশেষ ট্রেনও। দিঘার পথে বাড়ানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যাও। সব মিলিয়ে এবার রথযাত্রায় দিঘা যেতে চাইলে পর্যটক পুন্যার্থী-পর্যটকদের সুবিধার্থে বাম্পার সব বন্দোবস্ত রাখা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে দিঘা যাওয়ার জন্য বাড়তি ট্রেন ও বাস পরিষেবা চালু রয়েছে। দক্ষিণ পূর্ব রেল দিঘা রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন চালাচ্ছে। কিছু রুটে যাচ্ছে অতিরিক্ত বাসও।
ট্রেন:
রথযাত্রায় এবার দিঘায় বিপুল ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেল এবার পাঁশকুড়া থেকে দিঘা এবং দিঘা থেকে পাঁশকুড়ার মধ্যে অতিরিক্ত ট্রেন চালাচ্ছে।
আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
পাঁশকুড়া থেকে এই বিশেষ লোকাল ট্রেনগুলি চলাচল শুরু হয়েছে গতকাল অর্থাৎ বুধবার থেকে। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে এই স্পেশাল লোকাল ট্রেনগুলি। জানা গিয়েছে, আপ পাঁশকুড়া লোকাল সকাল ৭টায় দিঘার উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি পথে দিঘা থেকে সকাল ৯.২০ মিনিটে একটি ট্রেন ছাড়বে পাঁশকুড়ার উদ্দেশে।
আরও পড়ুন-Kolkata News:কাঁকুরগাছিতে BJP কর্মী খুনে বিরাট গ্রেফতারি! ৪ বছর গা ঢাকার পর CBI জালে প্রধান অভিযুক্ত
ডাউন দিঘা লোকাল ৯.৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে আবার পাঁশকুড়া লোকাল ছাড়বে বেলা ১১.৫০ মিনিটে। পাঁশকুড়া থেকে দুপুর ১২:১৫ মিনিটেও একটি ট্রেন ছাড়বে দিঘার জন্য। একইভাবে দিঘা থেকে আবার পাঁশকুড়ায় ফিরতে দুপুর ২.৪০ মিনিটে ট্রেন ছেড়ে আসবে। এই লোকাল ট্রেনের ভাড়া মাথাপিছু ৩০ টাকা। এছাড়াও দিঘা রুটে নিয়মিত যেসব ট্রেন চলে সেগুলো তো চলছেই।
আরও পড়ুন-Kaliganj Tamanna murder:'এত ছোট করবেন না, ধৈর্য্য রাখতে পারব না', তৃণমূল বিধায়কের টাকা ফেরালেন তামান্নার মা
বাস:
দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবা উপলব্ধ রয়েছে। তবে মন্দির তৈরির পর সেই রুটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় যাচ্ছে বাস। শহর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া থেকে তো বাস রয়েইছে। এছাড়াও পশ্চিমের একাধিক জেলা থেকে দিঘায় যাচ্ছে বাস। সেই সব বাঁশের ভাড়াও নাগালেই রয়েছে। পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার জন্য বাস পরিষেবা চালু হয়েছে। বান্দোয়ান, ঝাড়গ্রাম, লোধাশুলি থেকেও দিঘায় যাচ্ছে বাস।