Mamata Banerjee:বছর ঘুরলেই '২৬-র ভোট, বাংলার বাসিন্দাকে NRC নোটিশে ফুঁসছেন মমতা, দিলেন নয়া হুঙ্কার

Assam NRC notice Cooch Behar resident: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও এনআরসি ইস্যুতে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সরকারকে তুলোধনা তৃণমূলনেত্রীর।

Assam NRC notice Cooch Behar resident: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও এনআরসি ইস্যুতে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম সরকারকে তুলোধনা তৃণমূলনেত্রীর।

author-image
Joyprakash Das
New Update
Assam NRC notice Cooch Behar resident,  Uttam Kumar Brajabasi NRC protest  ,Mamata Banerjee on NRC Assam notice  ,Assam foreigners tribunal overreach,  NRC objection West Bengal protest,অসমে এনআরসি নোটিশ কোচবিহার বাসিন্দাকে,  উত্তম কুমার ব্রজবাসী এনআরসি,  মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্ত্রাদেশে প্রতিবাদ,  অসম ফরেনার্স ট্রাইবুনাল,  বিরোধী ঐক্য এনআরসি

Himanta Biswa Sarma & Mamata Banerjee: হিমন্ত বিশ্বশর্মা ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Uttam Kumar Brajabasi NRC protest:ফের NRC নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। ১৫ জুলাইয়ের মধ্যে তাঁকে প্রমাণপত্র দেওয়ার কথা বলা হয়েছে। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। উত্তমকুমার ব্রজবাসী সংবাদ মাধ্যমে দাবি করেছেন, তাঁর জন্ম দিনহাটায়। ১৯৬৬ সাল থেকে তাঁর বাবার নামও রয়েছে ভোটার তালিকায়।  

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে বলেছেন, "আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে, কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তমকুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল, এনআরসি নোটিশ জারি করেছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে "বিদেশি/অবৈধ অনুপ্রবেশকারী" সন্দেহে হয়রানি করা হচ্ছে।"

এর আগেও এনআরসি ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলন করেছেন। বাংলা তোলপাড় হয়েছে এনআরসি আন্দোলন নিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন, "এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মত স্পষ্ট করে দিচ্ছে যে, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates: ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে, মর্মান্তিক মৃত্যু পড়ুয়াদের, আর্তনাদ-হাহাকার!

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট ঘোষণা করেছিলেন কিছুতেই বাংলায় CAA ও NRC করতে দেবেন না। এই ইস্যুতে সমস্ত বিরোধী দলকে একসঙ্গে মোকাবিলা করার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না।"

আরও পড়ুন- Jyoti Basu: জন্মদিনে ফিরে দেখা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বর্ণময় রাজনৈতিক জীবন...

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ এনেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, "অসমের একটি আদালতের জারি করা একটি অভিযোগের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বিবরণ তুলে ধরছেন। বিষয়টির সত্যতা হ'ল অসম সরকার ইতিমধ্যে কোচ-রাজবংশিকে এনআরসি প্রক্রিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, অসমের মন্ত্রিসভাও কোচ-রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে সমস্ত বিচারাধীন মামলা প্রত্যাহারের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে।"

nrc himanta biswa sharma CM Mamata banerjee