Mamata Banerjee On Pathar Pratima Fire cracker Blast: মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম একধাক্কায় অনেকটাই বাড়িয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। যার মধ্যে রয়েছে প্যারাসিটামল, ডায়াবিটিসের ওষুধ থেকে ক্যান্সার, অ্যানিমিয়া, ব্লাড প্রেসার, কোলেস্টেরলের ওষুধ। এনিয়ে এবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।
নবান্ন থেকে মমতা এদিন বলেন, 'যাদের কোটি কোটি টাকা আছে তাদের জন্যই কী সরকার চলছে? মধ্যবিত্ত সাধারণ মানুষ আজ চরম সংকটে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য এই চারটি সমাজে বেঁচে থাকার জন্য অপরিহার্য্য। আজকের দিনে স্বাস্থ্যই সম্পদ তাই আমাদের সরকার স্বাস্থ্যসাথী দিয়েছে। অপর দিকে স্বাস্থ্য বিমার উপর কেন্দ্র GST চাপিয়েছে, বারে বারে এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমি দেখলাম ৭৪৮টি ওষুধের দাম রাতারাতি বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। এই ওষুধগুলি গরীব মানুষ কেনেন, দাম বাড়লে প্রবল সংকটে পড়বেন সাধারণ মানুষ'।
ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ৪ এবং ৫ এপ্রিল প্রতি ব্লকে, প্রতি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ওষুধের দাম বৃদ্ধি প্রত্যাহারের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো এদিন প্রশ্ন তোলেন, 'কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য শুধু দেশকে বিভাজন করা আর দাঙ্গা লাগানোর জন্য? মুখ্যমন্ত্রী বলেন, " বাংলায় ইদ শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। আমি চাই রামনবমী, বাসন্তী পুজো,নববর্ষ শান্তিপূর্ণভাবে পালন করা হোক'। এদিন বিজেপিকে মিথ্যা প্রচার ও ধর্মীয় বিভাজন তৈরির জন্য নিশানা করেন তিনি। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "দয়া করে দাঙ্গা লাগিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না"। কেন আমাকে বিদেশে প্রশ্ন করবে আপনি হিন্দু কিনা? এনিয়েও বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ভীষণ খারাপ লাগছে। ওই কারখানার লাইসেন্স ছিল। তা সত্ত্বেও মজুত বাজি আর গ্যাস একসঙ্গে থাকে কী করে থাকে? এর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া প্রিন্ট, ডিজিট্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করার অনুরোধ জানান তিনি। গুজরাটের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের প্রসঙ্গে টেনে পালটা বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।