/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, হিংসা আক্রান্ত নেপালে আটকে পড়া বাঙালি পর্যটকদের আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি পর্যটকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
Suvenddu-Mamata: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন', মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “নেপালে আটকে পড়া পর্যটকদের আমি অনুরোধ করব আতঙ্কিত হবেন না। আমরা তাদের কয়েক দিনের মধ্যে ফিরিয়ে আনব।” সোমবার নেপালে ফেসবুক ইন্সটাগ্রাম সহ ২৬ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের কারণে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। যুব সম্প্রদায়ের তীব্র আন্দোলনে জেরে চাপের মধ্যে সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা একাধিক নেতা-মন্ত্রীদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। দলীয় অফিস দখল করেছে, সংসদভবন ভাঙচুর করেছে। পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যু বিক্ষোভকে আরও বাড়িয়ে দেয়।
এদিকে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, নেপালের পরিস্থিতি মনিটর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিলিগুড়ির ‘উত্তর কন্যা স্টেট সেক্রেটারি’ অফিস থেকে মঙ্গলবার রাতভর গোটা বিষয়ের উপর নজর রেখেছেন। মঙ্গলবার দুপুরে নেপালের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আমার প্রতিবেশী দেশ নেপালকে ভালোবাসি। তবে এই বিষয়ে আমি তখনই মন্তব্য করতে পারব, যদি ভারতীয় সরকার কিছু বলে।”
এদিন মুখ্যমন্ত্রী বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে হামলার অভিযোগের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “বাংলা ভাষায় আরও বেশি কথা বলুন, ভয় পাবেন না।”নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি প্রতিদিন অপমান সহ্য করি, কারণ আমি চাই বাংলার উন্নতি।”
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি গতকাল সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। তার কারণ, আমাদের দিকে কোনও প্রবলেম হলে সেটা যাতে আমরা দেখে নিতে পারি।.আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আশা করি শান্তি ফিরে আসবে"। অনেক ফেস নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে সেটা জানতে হবে। একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে একজনকে জীবন্ত পুড়িয়ে মারবে, এই রাজনীতি আমি মানি না"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us