TMC: তৃণমূলের মঞ্চ খুলল সেনা, 'BJP দেশের লজ্জা, কাল ব্লকে ব্লকে প্রতিবাদ', গর্জে উঠলেন মমতা

Mamata Banerjee: মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। ঘটনার তীব্র প্রতিবাদে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। ঘটনার তীব্র প্রতিবাদে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Army withdraws, TMC opens language movement stage at Mayo Road,  Mayo Road protest stage opened by TMC after army pullout  ,Language protest stage inaugurated on Mayo Road after army revokes permission,  TMC banner protest at Mayo Road launched post army withdrawal,মেয়ো রোডে সেনা সরিয়ে তৃণমূল ভাষা আন্দোলন মঞ্চ উদ্বুদ্ধ,  সেনাবাহিনী নামিয়ে তৃণমূলের অভিধান-সম্মান মঞ্চ খুলল,  মেয়ো রোডে ভাষা আন্দোলন: সেনার অনুমতি প্রত্যাহার, মমতা ব্যানার্জির প্রতিবাদ,  সেনা সরিয়ে তৃণমূলের ল্যাঙ্গুয়েজ স্টেজ উদ্বোধন

Mamata Banerjee: ধর্মতলায় সেনা মঞ্চ খোলার পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

কলকাতায় মেয়ো রোডে তৃমমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। ২ দিনের কর্মসূচির জন্য সপ্তাহভর মঞ্চ বেঁধে রাখা যাবে না বলে জানিয়ে শাসকদলের সভামঞ্চ খুলে দেয় সেনা। সেনার বিশাল বাহিনী এসে তৃণমূলের মঞ্চ খুলে দেয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মেয়ো রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অবস্থান-মঞ্চ খুলতে সেনা নামানোয় BJP-র প্রবল সমালোচনায় সোচ্চার হয়েছেন তৃণমূলনেত্রী। মেয়ো রোড থেকে প্রতিবাদ মঞ্চ সরিয়ে রানি রাসমণি রোডে করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে আগামিকাল রাজ্যের ব্লকে-ব্লকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন তৃণমূল সুপ্রিমো। 

Advertisment

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "BJP-এর কথায় চলছে সেনাবাহিনী। সেনাকে দিয়ে কাজ করালে দেশটা কোথায় যাবে? সেনাবাহিনীর অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০০-র মতো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। যখন বিজেপি থাকবে না তখন পালাবে কোথায়? আমরা শনি-রবিবার কর্মসূচি করি। আমরা টাকাও দিয়েছি। আপত্তি থাকলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারতো। রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর অপব্যবহার হচ্ছে। আমি এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।"

কেন্দ্রের শাসকদলকে দুষে এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "বিজেপি কখনও মানুষের সমর্থন পাবে না। বাকি সব এজেন্সিকে তো ওরা ব্যবহার করেই ফেলেছিল। ভেবেছিলাম আর্মিটা হয়তো পারবে না। এখন আর্মিকেও নামিয়ে দিল। বিজেপি দেশের লজ্জা। তাহলে কি রেড রোডে আমরা কোনও প্রোগ্রাম করতে পারব না? ডাবল ইঞ্জিন সরকার দেশের লজ্জা। রাস্তাগুলো দেখে কে? গান্ধীজীর মূর্তিতে আসা আপনারা বন্ধ করবেন কী করে? গান্ধীজী সর্বজনীন। সারা ভারতবর্ষের সবাই শ্রদ্ধা করে। আপনারা গান্ধীজীর ছবি পায়ের কাছে রাখতে পারেন, আমরা পারি না। আমরা গান্ধীজীর পায়ের তলায় থাকি, ওটাই আমাদের জায়গা।"

আরও পড়ুন- কলকাতায় হঠাৎ সেনা নামানো হল! তুমুল তৎপরতায় হইচই-কাণ্ড!

Advertisment

তাঁর কথায়, "ধরনা আমাদের চলবে। আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা কারও নেই। ভাষা আন্দোলন এবার রানি রাসমণি রোডে হবে। সপ্তাহে দু'দিন আন্দোলন। আগামীকাল সব ব্লকে ব্লকে, সব জেলায় জেলায় ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আমাদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ চলবে। আগামিকাল থেকে রানি রাসমণি রোডে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল তা চলবে।"

আরও পড়ুন-SSC:'দাগি' শিক্ষকের তালিকায় ডাকাবুকো BJP নেতার দাদার নাম, প্রকাশ্যে আসতেই হুলস্থুল!

CM Mamata banerjee army tmc