SSC:'দাগি' শিক্ষকের তালিকায় ডাকাবুকো BJP নেতার দাদার নাম, প্রকাশ্যে আসতেই হুলস্থুল!

SSC tainted teachers list: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত শুক্রবার 'দাগি' শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

SSC tainted teachers list: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত শুক্রবার 'দাগি' শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Haryana and J & K Election Result Live Updates

প্রতীকী ছবি।

SSC tainted teachers list: দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) 'দাগি' শিক্ষকদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেই তালিকায় রাজ্যের শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর ঘনিষ্ঠের নাম রয়েছে। তা নিয়ে রাজ্য সরকারকে 'মহাদাগি' সরকার বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। তবে এরই মধ্যে SSC-এর প্রকাশিত 'দাগি' শিক্ষকদের তালিকায় পূর্ব বর্ধমানের ডাকাবুকো BJP নেতার দাদার নাম উঠে আসায় পাল্টা গেরুয়া দলকে নিশানা করে সোচ্চার হয়েছে তৃণমূল। 

Advertisment

এস.এস.সি (SSC)-এর ১৮০৬ জন অযোগ্য অর্থাৎ 'দাগি' শিক্ষকের নামের তালিকা শনিবার প্রকাশ করেছে। সেই তালিকায় ৮৬০ নম্বরে রয়েছে মৌমিতা কুণ্ডুর। আর ১৫১৩ নম্বরে রয়েছে সৌরভ সামের নাম। তৃণমূল নেতৃত্বের দাবি, এই সৌরভ ও মৌমিতা সম্পর্কে স্বামী- স্ত্রী। তাঁরা উত্তরবঙ্গের স্কুলে শিক্ষকতা করতেন। 'দাগি' শিক্ষক সৌরভ সাম BJP যুব মোর্চার রাজ্য পদাধিকারী পিন্টু সাম ওরফে পূরব সামের দাদা। আর মৌমিতা কুণ্ডু সম্পর্কে পূরব সামের বৌদি বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য, আমরা পাশে থাকব', বড় বার্তা শুভেন্দুর

Advertisment

এরই পাশাপাশি তৃণমূলের তরফে এও বলা হয়েছে, এই পূরব সাম বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি। বর্তমানে তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী। পূর্ব বর্ধমান,বর্ধমান- দুর্গাপুর,বীরভূম ও বোলপুরের বিভাগ ইনচার্য পদে বিজেপি নেতা পূরব সাম রয়েছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, সুপ্রিম কোর্টের রায়ে সৌরভ সাম ও মৌমুতা কুণ্ডুর চাকরি আগেই বাতিল হয়েছিল। এবার তাঁরা এস.এস.সি (SSC) দ্বারা 'দাগি' শিক্ষক হিসেবে চিহ্নিত হয়েছেন।

আরও পড়ুন- SSC: 'আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে, এসব কী করছেন?' মুখ্যমন্ত্রীকে তুলোধনা চাকরিহারা সুমন বিশ্বাসের

এই তথ্য সামনে আসার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু। তিনি প্রশ্ন তোলেন, “এত কিছু কাণ্ডের পরেও বিরোধী দলনেতা কী করে রাজ্য সরকারকে 'মহাদাগি' সরকার বলে মন্তব্য করার স্পর্ধা দেখান? এ তো দেখছি চোরের বড় গলা! ওর মতো চোর তো বাংলায় বিরল। ওই দাগিটা টাকা নিয়ে কত লোককে যে চাকরি দিয়েছে তার ঠিক নেই! ’দাগি শিক্ষক’ তৈরি করার অন্যতম ওই কারিগরটা এখন সাধু সাজছে।"

আরও পড়ুন-SSC new recruitment: নতুন করে SSC-এর পরীক্ষায় বসতে চেয়ে আর্জি, হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকরা

এদিকে ’দাগি’ শিক্ষকদের নামের তালিকা সামনে আসার পর বিজেপি নেতা পূরব সামের প্রতিক্রিয়া পেতে তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পরে তিনি হোয়াটসঅ্যাপ কলে বলেন, "আমার বৌদির নাম মৌমিতা কুণ্ডু এ কথা ঠিক। তবে SSC-এর তালিকায় যে মৌমিতা কুণ্ডুর নাম রয়েছে সেই মৌমিতা কুণ্ডু আমার বৌদি নয়। আর আমার দাদা সৌরভ সাম রীতিমতো পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। কাউকে টাকা-পয়সা দিয়ে আমার দাদা চাকরি জোগাড় করেননি।" 

আর পূরব সামের দাদা সৌরভ সাম বলেন, "অন্য মৌমিতা কুণ্ডুর সঙ্গে আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুর নাম ১৯ হাজারের তালিকায় রয়েছে। সদ্য প্রকাশিত এস.এস.সি-র (SSC)তালিকায় নেই। আমি জলপাইগুড়ির ওদলাবাড়ি হাই স্কুলে  শিক্ষকতা  করতাম । আমার স্ত্রী মৌমিতা কুণ্ডু মালবাজারের  সুভাষিনী গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন। সৌরভ সাম জানান,” কাউকে টাকা দিয়ে চাকরি পান নি,পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষকতার চাকরি পেয়ে ছিলেন।তার পরেও কোন যুক্তি ও প্রমাণের ভিত্তিতে এস,এস.সি(SSC) আমায় ’দাগি’ শিক্ষক হিসাবে চিহ্নিত করলো তার ব্যাখ্যা এস,এস.সি কেই দিতে হবে।“

আরও পড়ুন-LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম

এ নিয়ে জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,“আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের তৃণমূল সরকার নিজেদের ইমেজ গড়তে ১৮০০-এর বেশি শিক্ষকে বলি দিল। বিজেপি নেতার পরিবারের যাঁরা শিক্ষকতা করতেন তাঁরা যোগ্য না অযোগ্য, তার বিচার অধরাই রয়ে থাকল। এ সব করে সরকারের ইমেজ তো বাড়েইনি- বরং প্রমাণ হয়ে গেল রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। সুপ্রিম নির্দেশে এস.এস.সি (SSC)মাথা নত করে ’দাগি’ অর্থাৎ ’অযোগ্য’ শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের নামের তালিকা এস.এস.সি (SSC) বা রাজ্য সরকার কেউ প্রকাশ করেনি। এবার হয়তো সুপ্রিম কোর্ট সেটা করাবে।"

Bengali News Today SSC recruitment WB SSC Scam