নবান্নে টাটা গোষ্ঠীর কর্ণধার চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আশার পারদ চড়ছে!

Tata Group chairman meets Mamata Banerjee: বুধবার নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

Tata Group chairman meets Mamata Banerjee: বুধবার নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee N Chandrasekaran meeting Nabanna,  Tata Group chairman meets Mamata Banerjee in Bengal , Nabanna investment talk Tata Chandrasekaran Mamata,নবান্নে মমতা-চন্দ্রশেখরণ বৈঠক,  টাটা গোষ্ঠীর কর্ণধার ন. চন্দ্রশেখরণ সাথে মমতা বন্দ্যোপাধ্যায়,  নবান্ন বিনিয়োগ বৈঠক টাটা মমতা

Tata Group chairman meets Mamata Banerjee: নবান্নে টাটা গোষ্ঠীর কর্ণধারকে উত্তরীয় পরাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee N Chandrasekaran meeting Nabanna: বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ। স্বাভাবিকভাবেই হঠাৎ করে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তার এই বঙ্গ সফর ঘিরে চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছে। তবে কি ফের বাংলায় বড়সড় কোনও বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে প্রয়াত রতন টাটার গোষ্ঠী? জল্পনা বাড়ছে।

Advertisment

বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ। এই বৈঠক ঘিরে নতুন করে বাংলায় টাটার মতো প্রখ্যাত গোষ্ঠীর শিল্প স্থাপনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "বাংলার শিল্পোন্নয়ন এবং শিল্পক্ষেত্রে উদীয়মান সম্ভাবনা নিয়ে টাটা সন্স এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পক্ষেত্রে অগ্রগতির পথকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই প্রতিফলিত হয়েছে এই বৈঠকে।"

জানা গিয়েছে, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটার শীর্ষকর্তার এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন। টাটা গোষ্ঠীর কর্ণধারকে উত্তরীয় পরিয়ে নবান্নে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকে এদিন কী আলোচনা হয়েছে তা স্পষ্ট হয়নি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিষয়টি নিয়ে কিছু জানাননি, তেমনই তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে মুখ খোলেননি টাটার শীর্ষকর্তাও।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live updates: আরজি করে চিকিৎসক খুন-ধর্ষণ মামলায় নয়া মোড়, হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়

তবে সম্ভাবনা একটা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই 'সিঙ্গুর দাগ' মুছতে মরিয়া তৃণমূল। সিঙ্গুরে তৃণমূলের আন্দোলনের জন্যই টাটার মতো শিল্পগোষ্ঠী তাঁদের ন্যানো গাড়ি প্রকল্প সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ বিরোধী বাম-সহ বিজেপি, কংগ্রেসের। পরবর্তী সময়ে সিঙ্গুরের জমি কৃষকদের হাতে ফিরেছে। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 'শিল্প বিরোধী' তকমা ঘোঁচেনি। সিঙ্গুর থেকে টাটার বিদায়ের পর থেকে আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোর 'শিল্প বিরোধী' বলে দাগিয়ে মাঝেমধ্যেই সুর সপ্তমে চড়াতে দেখা যায় বিরোধীদের। 

আরও পড়ুন- Road Accident: বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনা! বেহিসেবী বেপরোয়া গতির বলি তরতাজা ৩ যুবক

তাই টাটাকে ফিরিয়ে একদিকে যেমন বিরোধীদের মুখ বন্ধে মরিয়া তৃণমূল সুপ্রিমো, ঠিক তেমনই রাজ্যে শিল্পে জোয়ার আনতে টাটার মতো শিল্প গোষ্ঠীর লগ্নি পেতে দুরন্ত তৎপরতা নিচ্ছে সরকার। টাটাকে রাজ্যে বড়সড় কোনও প্রকল্প নিয়ে ফেরাতে দীর্ঘ কয়েক বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এর আগেও টাটা গোষ্ঠীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় শিল্প স্থাপন নিয়ে কথা এগিয়েছিল বলে সূত্রের খবর। তাই নতুন করে টাটার শীর্ষকর্তার নবান্ন সফর ঘিরে জল্পনার পারদ কিন্তু চড়ছে।

আরও পড়ুন- TMCP:কলকাতার নামজাদা কলেজের ক্লাসরুমে দুই ছাত্রীর সঙ্গে ওটা কী করছেন TMCP নেতা? ভিডিও ভাইরাল

Nabanna tata CM Mamata banerjee