Digha Jagannath Temple: ভক্তির জোয়ারে ভাসছে সৈকতনগরী, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব

Digha Jagannath Temple Inauguration : অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। দিঘায় এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Digha Jagannath Temple Inauguration : অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। দিঘায় এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee to inaugurate Digha Jagannath Temple

ভক্তির জোয়ারে ভাসছে সৈকতনগরী, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব

Mamata Banerjee to inaugurate Digha Jagannath Temple: অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। দিঘায় এখন সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

Advertisment

হাতে গোণা আর মাত্র কয়কটা দিনের অপেক্ষা। পুরী জগন্নাথ ধামের আদলে দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। নবনির্মিত জগন্নাথ মন্দির আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে হবে দ্বারোদ্ঘাটন। উপস্থিত থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।

উদ্বোধনের আগেই চরম বিপত্তি! দীঘায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের গেট

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে, অর্থাৎ ২৯ এপ্রিল, মঙ্গলবার আয়োজন হতে চলেছে বিশেষ মহাযজ্ঞের। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ এপ্রিল। এর পরে,মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। দিঘায় ২২ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি ২০২২ সালে শুরু হয়। মন্দির নির্মাণের আনুমানিক খরচ প্রায় ২৫০ কোটি টাকা। মন্দির নির্মাণ করেছে হিডকো।

Advertisment

মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ জাঁকজমকপূর্ণ আয়োজন। বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য বাংলার সব ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন বসানোর ব্যবস্থা করা হবে। ৩০ এপ্রিল মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে। জানা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থেকে জিৎ গাঙ্গুলি, অদিতি মুন্সি এবং ডোনা গাঙ্গুলির মত বিখ্যাত শিল্পীরা তাদের শিল্পশৈলী পরিবেশন করবেন।মন্দিরের কার্যক্রম তদারকি করার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে রাজ্যের তরফে যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, জেলা শাসক এবং পুলিশ সুপার। বোর্ডে ইসকন, এবং স্থানীয় পুরোহিত সম্প্রদায়ের প্রতিনিধিরাও।

পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রের এবার বড় নির্দেশ, 'সময় এসেছে শক্তি প্রদর্শনের', হুঙ্কার ভাগবতের

৩০ এপ্রিল উদ্বোধনের দিন প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সবুজ যানবাহনের ব্যবস্থা থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ওয়াচটাওয়ার স্থাপন করা হবে। কোলাঘাট থেকে দিঘা এবং হাওড়া পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। পদপিষ্টের পরিস্থিতি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রেল স্টেশন এবং মন্দির প্রাঙ্গণে ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট থাকবে। এদিকে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'সরকার এভাবে মন্দির তৈরি করতে পারে না। আমি একই দিনে কাঁথিতে একটি বড় সনাতনী যাত্রার আয়োজন করব'।

বৃহস্পতিবার থেকেই মন্দির প্রাঙ্গণে চলছে মন্ত্রোচ্চারণ ও যজ্ঞ। শুক্রবার অনুষ্ঠিত হয় প্রাক-মাঙ্গলিক অনুষ্ঠান, যেখানে ২০ জন মহিলা মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেন। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে শান্তিযজ্ঞ। মন্দির সূত্রে জানা গিয়েছে, এই শান্তিযজ্ঞ চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

অক্ষয় তৃতীয়ায় প্রাণ প্রতিষ্ঠা
পূজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর, ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, হবে জগন্নাথ দেবের অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা। এই উপলক্ষে দিঘা মন্দির চত্বর এখন উৎসবের আমেজে। মন্দিরের যাবতীয় আচার পালনের দায়িত্ব রয়েছে পুরীর রাজেশ দৈতাপতি এবং ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। গোটা অনুষ্ঠান তদারকির জন্য আজ রবিবার থেকেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পুলক রায়, স্নেহাশীষ চক্রবর্তী সহ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা দীঘায় উপস্থিত থেকে গোটা ব্যবস্থা তদারকি করবেন।

Jagannath Temple Digha