Mamata Banerjee: কলকাতা-লন্ডন বিমান চালুতে ছাড়ের প্রতিশ্রুতি, বিদেশি শিল্পপতিদের বাংলায় লগ্নির আবেদন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee's London Visit: লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী এরাজ্যে ব্যবসা করা একঝাঁক শিল্পপতি। লন্ডনে শিল্প সম্মেলনে রাজ্যে লগ্নির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee's London Visit: লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী এরাজ্যে ব্যবসা করা একঝাঁক শিল্পপতি। লন্ডনে শিল্প সম্মেলনে রাজ্যে লগ্নির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerjee's London Visit: লন্ডনে বিদেশি শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

mamata banerjee visits London to appeal for investment in Bengal and advocates launching Kolkata-London flight service: বিদেশ সফরে গিয়ে এবার রাজ্যে বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে শিল্প সম্মেলনে বাংলায় লগ্নির বার্তা মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী এরাজ্যে ব্যবসা করা শিল্পপতিরাও। তাঁরাও বাংলায় ব্যবসার ক্ষেত্রে নিজেদের সন্তুষ্টির একাধিক কারণ ব্যাখ্যা করেছেন বিদেশের শিল্পপতিদের সামনে। 

Advertisment

লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গেই বাংলায় শিল্প স্থাপনের জন্য দরবার করতে বিদেশ সফরে গিয়েছেন বাংলায় ব্যবসা করা শিল্পপতিরাও। মঙ্গলবার লন্ডনের বঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলায় শিল্প স্থাপন নিয়ে তাঁদের প্রবল সন্তুষ্টির কারণও ব্যাখ্যা করেছেন শিল্পপতিরা। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওয়াটিয়া থেকে শুরু করে ধানসেড়ি ভেঞ্চার্সের এক্সিকিউটিভ সিকে ধানুকা, টেগা ইন্টাস্ট্রিজের কর্ণধার মেহুল মোহানকা, লক্ষ্মী গ্রুপের চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কা, টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীরা বাংলায় শিল্প স্থাপনের ক্ষেত্রে তাঁদের সন্তুষ্টির কারণ বিদেশি শিল্পপতিদের সামনে ব্যাখ্যা করেছেন।

শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "আমাদের এখানে জঙ্গল-পাহাড়-সমুদ্র সব আছে। আমাদের পর্যটন খুব উন্নত। আমাদের এখানে সব আছে। কিন্তু বাংলার গৌরব নষ্ট হয়েছে আমাদের আগের সরকারের জন্য। আগে লোডশেডিংয়ের সমস্যা হতো। এখন আর সেটা হয় না। দেউচা পাচামির কয়লা উত্তোলন শুরু হলে আগামী ১০০ বছর কোনও বিদ্যুতের সমস্যা হবে না। বিদ্যুতের খরচও কমবে।"

আরও পড়ুন- West Bengal News Live:'কাউকে দরকার নেই, নিজের ক্ষমতায় রাজনীতি করি', হুমায়ুনকে নিয়েও অবস্থান স্পষ্ট করলেন দিলীপ

Advertisment

শিল্পপতিদের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সব জায়গায় বেকারত্ব বাড়ছে। বাংলার বেকারত্ব কমেছে ৪৬ শতাংশ। আমাদের ৯৪টা সামাজিক প্রকল্প আছে। বাংলার আর্থিক স্বচ্ছলতা ভালো। সেই কারণে এখানে মানসিক স্বাস্থ্য খুব উন্নত, কোনও টেনশন নেই। বাংলার জিডিপি পেড়েছে ৬.৮ শতাংশ। গোটা ভারতে জিডিপি সেখানে ৬.৩৭ শতাংশ।"

শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর কথা। এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আমার বিনীত অনুরোধ। যারা প্রথম আসবেন তাদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটা সিটও খালি থাকবে না। আগে এই পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসাও বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথমে এগিয়ে আসবেন তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।"

আরও পড়ুন- Kolkata Weather Today: এবার চড়বে পারদ, মার্চেই কোন কোন জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা?

এদিকে, মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলায় ব্যবসা করা শিল্পপতিরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন লন্ডনের শিল্প সম্মেলনে। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী যৌথতায় বিশ্বাস করেন। গত ১২ বছরে পরিকাঠামো উন্নয়নে বাংলা অভূতপূর্ব জায়গায় পৌঁছে গিয়েছে। বাংলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ রয়েছে।"

CM Mamata banerjee news of west bengal news in west bengal Bengali News Today