IMD Weather Update Today March 26: বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। যার জেরে গরমের অনুভূতিও আরও বাড়বে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
গত সপ্তাহের কয়েকদিনের ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছিল। সকাল ও সন্ধ্যের পর থেকে হালকা ঠান্ডার আমেজ মিলতে শুরু করেছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় বদল ঘটেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এ মাসের শেষের দিকেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। সব মিলিয়ে গরম যে বাড়ছে তা বলার আর অপেক্ষা রাখে না। আপাতত আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও এবার চড়বে পারদ। বেলা বাড়লেই সূর্যের গনগনে তেজে গরমের অনুভূতিও চড়চড়িয়ে বাড়বে। আপাতত আগামী দিন চার-পাঁচেক কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Digha: দিঘায় মস্ত কর্মযজ্ঞ! আগেভাগে না জেনে গেলে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হবে পর্যটকদের
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Kolkata Metro: নতুন ইতিহাস আর কিছুদিনেই! কলকাতা মেট্রোর মুকুটে ফের জুড়বে গর্বের পালক
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের উপরের দিকে তিন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন চার-পাঁচেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও খানিকটা বাড়তে পারে।