Mamata Banerjee:ভোটার তালিকা নিয়ে গভীর চক্রান্তের অভিযোগ, অনুব্রত-কাজলকে একসঙ্গে মাঠে নামার নির্দেশ মমতার

Mamata Banerjee-Ilambazar rally 29 July 2025: বীরভূমের ইলামবাজারের প্রশাসনিক সভা থেকে ফের একবার বিজেপির সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Ilambazar rally 29 July 2025: বীরভূমের ইলামবাজারের প্রশাসনিক সভা থেকে ফের একবার বিজেপির সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
news in bengal live, west bengal news, kolkata news,news of west bengal,west bengal news today, কলকাতার খবর,পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR-এর নামে আসল ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে BJP, মঙ্গলবার ইলামবাজারের সভামঞ্চ থেকে ফের একবার পুরনো অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই 'চক্রান্ত' রুখতে এবং ন্যায্য ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সে ব্যাপারে তৎপরতা নিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ দুই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে মাঠে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। এরই পাশাপাশি আরও একবার এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরত আসার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার পশ্চিমবঙ্গেও এসআইআর হতে পারে বলে আশঙ্কা তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এসআইআর-এর নামে আসলে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। গত কয়েকদিন ধরেই এই ব্যাপারে সোচ্চার মুখ্যমন্ত্রী। আজ ফের একবার বীরভূমের ইলামবাজারের প্রশাসনিক সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "প্রত্যেকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলবেন। একটা মানুষের নামও যেন ভোটার তালিকায় উঠতে বাদ না যায়। সংখ্যালঘু ভাইদের বলছি, যারা বাইরে কাজে গিয়েছেন বা যান শুধু ঈদে এলে হবে না, ভোটার লিস্টে নামটাও তুলতে হবে।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News live Updates:পুন্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেওঘরে বিরাট দুর্ঘটনায় মৃত্যুমিছিল, হাহাকার!

মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি সভা থেকে বীরভূমের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর মঞ্চ থেকেই রাজ্যে রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা ইস্যুতে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- Delhi Poloice: 'বাঙালি বলে দুধের শিশুকেও নির্যাতন', মমতার অভিযোগ নিয়ে কী জানাল দিল্লি পুলিশ?

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হিংসার কোনও ওষুধ নেই। প্রতিভা আছে বলেই বাংলার মানুষের ওপর অত্যাচার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ২০-২৫ বছর ধরে সেখানে কাজ করছেন, বৈধ সব নথি আছে, তা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে, থানায় থানায় ঘোরানো হচ্ছে।"

আরও পড়ুন- Bank Holidays:সামনের অগাস্ট মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ, সমস্যা এড়াতে আগেভাগে জানুন ছুটির তালিকা

গতকালের পর আজও ফের একবার ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের তথা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরত আসার আবেদন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, "আমি বলছি, তারা সবাই ফিরে আসুক, চাইলে রাজ্য সরকার গাড়ি ভাড়াটাও দিয়ে দেবে। বাংলায় কাজের অভাব নেই। যে কাজ ওরা বাইরে করে সেই কাজই এখানে পাবে।"

tmc bjp CM Mamata banerjee