/indian-express-bangla/media/media_files/2025/03/15/Jc9VNvdKMu7X5XU7lNJ3.jpg)
প্রতীকী ছবি।
Bank holiday list August 2025: আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসে রয়েছে একগুচ্ছ ছুটি। স্বাধীনতা দিবস থেকে শুরু করে গণেশ পুজো-সহ নানা অনুষ্ঠানের জন্য সামনের আগস্টে অফিস-কাছারি থেকে শুরু করে স্কুল-কলেজ এমনকী ব্যাংকেও ছুটিই ছুটি। সামনের আগস্ট মাসে RBI-এর তালিকা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকবে ১৫ দিন। তাই সমস্যা এড়াতে আগে থেকে জেনে নিন কোন কোন দিন আগস্ট মাসে ব্যাংক বন্ধ থাকছে।
স্বাভাবিকভাবেই প্রতি সপ্তাহের রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংকে ছুটি থাকে। সামনের আগস্ট মাসেও এই ছুটিগুলি থাকছে স্বাভাবিকভাবেই। স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, গনেশ পুজো-সহ বেশ কতগুলি ছুটিও অগাস্টেই পড়েছে। তবে আগস্টের বিভিন্ন দিন বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের জন্য ব্যাংক বন্ধ থাকবে। যদিও ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে পরিষেবা মিলবে। সুতরাং, একটি বড় অংশের গ্রাহক ছুটির দিনগুলিতে ব্যাংকে না গেলেও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। আগস্ট মাসে ব্যাংকে ছুটির তালিকা নিম্নে দেওয়া হল।
অগাস্টে কোন দিন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে?
৩ অগাস্ট (রবিবার): গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ আগস্ট (শুক্রবার):সিকিম – তেনদং লো রুম ফাট উপলক্ষে ব্যাঙ্ক ছুটি।
৯ আগস্ট (শনিবার):গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ – রাখী বন্ধন / ঝুলন পূর্ণিমা উপলক্ষে ছুটি।
১০ অগাস্ট (রবিবার): গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ আগস্ট (বুধবার):মণিপুর – প্যাট্রিয়টস ডে উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
১৫ আগস্ট (শুক্রবার):সারা ভারত – স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ছুটি।
১৬ আগস্ট (শনিবার): গুজরাট, মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, জম্মু, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, শ্রীনগর ও অন্ধ্রপ্রদেশ – জন্মাষ্টমী/কৃষ্ণজয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
১৭ অগাস্ট (রবিবার): গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন- Purba Bardhaman:'জনগণের পঞ্চায়েত তৃণমূলই গড়েছে', দুই CPM সদস্যকে ভাঙিয়ে বোর্ড দখলের আশায় জোড়াফুল
১৯ আগস্ট (মঙ্গলবার):
মণিপুর – মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক ছুটি।
২৩ অগাস্ট (শনিবার): টতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটির জন্য গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ অগাস্ট (রবিবার): গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ আগস্ট (সোমবার):
অসম – শ্রীমন্ত শংকরদেবের তিরোধান তিথি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
২৭ আগস্ট (বুধবার):
গুজরাট, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গোয়া, অন্ধ্রপ্রদেশ – গণেশ চতুর্থী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি।
২৮ আগস্ট (বৃহস্পতিবার):
ওড়িশা – নূআখাই উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
গোয়া – গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
৩১ অগাস্ট (রবিবার): গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।