Mamata Banerjee wants UN Force in Bangladesh: অশান্ত বাংলাদেশ। ওপার বাংলায় দিকে দিকে বেছে বেছে হিন্দু মহল্লায় আক্রমণ-হামলা চলছে। গতকাল ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতাগামী বাসের উপর হামলা হয়েছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন এলাকায় সাধু-সন্ন্যাসীদের গ্রেফতার করছে সে দেশের পুলিশ। মন্দির ভাঙচুর এখন পড়শি দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। ওপার বাংলায় কার্যত ভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। বাংলাদেশ ইস্যুতে এর আগেই কেন্দ্রীয় সরকারের দেখানো পথে চলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় ফের একবার বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পথেই চলার কথা মুখ্যমন্ত্রীর মুখে। তবে এবার ওপার বাংলায় অত্যাচারিতদের ফেরানোর কথাও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
"বাংলাদেশ নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী সংসদকে জানাক। বিদেশমন্ত্রী দরকারে সংসদে বিবৃতি দিয়ে জানান বাংলাদেশ নিয়ে তাঁরা কী অবস্থান গ্রহণ করছেন। বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক। ভারত সরকার রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানাক। আমাদের লোক অত্যাচারিত হোক এটা চাই না। আমাদের লোকজনকে ফিরিয়ে আনতে চাই। এক বেলা খাব আর এক বেলা রুটি ভাগ করে খাব।" বিধানসভায় সোমবার এমনই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব এবার লিখিতভাবে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় সরকারকে।
শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina) পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এই অবস্থায়, হিন্দুদের নিরাপত্তার দাবিতে ISKCON রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার আয়োজন করেছিল। কলকাতায় ইসকনের মুখপাত্র রাধারমণ দাসের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ইসকনের বক্তব্য অনুযায়ী, ১৫০টিরও বেশি দেশের লক্ষ লক্ষ ভক্ত এই কর্মসূচিতে সামিল ছিলেন।
আরও পড়ুন- Partha Chatterjee: আজও শিকে ছিঁড়ল না পার্থর, জামিন মামলার শুনানিতে আইনজীবীদের দুষল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন- Purba Bardhaman News: ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা! মালিককে ঠকিয়ে শ্রীঘরে কর্মচারী
এককথায় বাংলাদেশ যেন আতঙ্কপুরী। শনিবার ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতাগামী বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এপারে আসার চেষ্টা অনেকের। ঠিক তেমনই প্রাণের ভয় থাকলেও তড়িঘড়ি বাংলাদেশেও ফিরছেন অনেকে। পেট্রাপোল সীমান্তে উপচে পড়া ভিড়। ওপারে ফেরার অপেক্ষায় শ'য়ে শ'য়ে মানুষ। আতঙ্কের মধ্যেও বাংলাদেশের ফেরার তাড়াহুড়ো। সীমান্ত বন্ধের আশঙ্কাতেই ওপারে ফিরছেন অনেকে।