Advertisment

বাংলায় ক্যাব বিক্ষোভ: ‘অবরোধ করবেন না, আইন হাতে তুললে কড়া ব্যবস্থা’, বার্তা মমতার

‘‘যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল বাংলা। কোথাও চলছে ট্রেন অবরোধ, কোথাও রাস্তা অবরোধ। কোথাও আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’’। উল্লখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। সোমবার থেকে কলকাতায় পথে নামছেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ফেসবুকে মমতার বার্তা, ‘‘গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’’।

আরও পড়ুন: ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক মমতার, রবিবার থেকে রাজ্যজুড়ে পথে তৃণমূল

আরও পড়ুন: নাগরিকত্ব আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদায় অবরোধ-বিক্ষোভ

উল্লেখ্য, ক্যাব ইস্যুতে শুক্রবার উলুবেড়িয়া স্টেশন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের অবরোধের জেরে দীর্ঘক্ষণ হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের বেলডাঙাতেও অবরোধ চলে। শুক্রবারের পর শনিবার সকাল থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল-রাস্তা অবরোধ চলছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সংযত থাকার বার্তা দিলেন মমতা।

আরও পড়ুন: আজ রাজ্য জুড়ে পথে তৃণমূল, ‘বাংলায় নাগরিকত্ব আইন-এনআরসি চলবে না’

শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। আইন নিজের হাতে তুলবেন না’’। মমতার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘‘সংযত থাকুন। শান্তি বজায় রাখুন’’।

Mamata Banerjee
Advertisment