RG Kar: 'উনি যেখানেই যাবেন, প্রতিবাদের মুখে পড়বেন', মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ আরজি করের নির্যাতিতার মায়ের

RG Kar-Mamata Banerjee: লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে আরজি করের ঘটনা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনা নিয়েই মুখ খুলেছেন নির্যাতিতার মা।

RG Kar-Mamata Banerjee: লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে আরজি করের ঘটনা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনা নিয়েই মুখ খুলেছেন নির্যাতিতার মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee will face protests wherever she goes says RG kar victims mother

RG Kar Protest: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আরজি করের ঘটনা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee will face protests wherever she goes, says RG kar victim's mother: সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লন্ডনে কেলগ কলেজের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর পরপরই একদল ব্যক্তি রীতিমতো প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। "উনি যেখানেই যাবেন, সেখানেই ওঁকে প্রতিবাদের মুখে পড়তে হবে।" লন্ডনের ঘটনা নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন আরজি করের নির্যাতিতার মা।

Advertisment

লন্ডন সফরেও মুখ্যমন্ত্রীর পিছু ছাড়েনি আরজি কর কাণ্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের অনুষ্ঠানে সম্প্রতি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই একদল ব্যক্তি আরজি করের ঘটনা নিয়ে সোচ্চার তোলেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তীব্র প্রতিবাদ জানান তাঁরা। তবে অত্যন্ত সংযত হয়েই সেই সব প্রতিবাদ-টিপ্পনির মোকাবিলাও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। লন্ডনের সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজি করের নির্যাতিতার মা বলেন, "গোটা বিশ্বের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। যে অন্যায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন, তাঁরই হেফাজতে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। সে তাঁর কাজের জায়গাতেই খুন হল। এটা সারা বিশ্বের কেউই মেনে নিতে পারেননি। এর উত্তর ওনাকেই দিতে হবে। উনি যেখানেই যাবেন সেখানেই ওকে প্রতিবাদের মুখে পড়তে হবে। আমার মেয়ে মারা গেছে, এখন ও সারা বিশ্বের মেয়ে হয়ে গেছে। সারা বিশ্বই এর বিচার চায়।" 

আরও পড়ুন- West Bengal News Live: পুলিশের হাতেই 'আক্রান্ত' রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কাঁথির সমবায় ভোটে ধুন্ধুমার

Advertisment

এদিকে, আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণ হয়নি বলে আদালতে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানিয়েছে CBI। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে জানানো হয়েছে, অকুস্থলে নমুনার DNA পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় একজন পুরুষেরই নমুনার মিল পাওয়া গিয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত কতজনের বয়ান CBI নিয়েছে সেই তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা পুলিশ যে কেস ডায়েরি সিবিআইকে দিয়েছিল সেটিও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Digha: দিঘার মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি কী দিয়ে তৈরি? জানুন অজানা আরও কাহিনী

Bengali News Today news in west bengal news of west bengal CM Mamata banerjee RG Kar Case