Mamata Banerjee: দিঘা সফরে মুখ্যমন্ত্রী, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা

Digha-Jagannath Temple: সমুদ্রনগরী দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে সুবিশাল জগন্নাথ মন্দির। সৈকতনগরীতে মন্দির তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

Digha-Jagannath Temple: সমুদ্রনগরী দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে সুবিশাল জগন্নাথ মন্দির। সৈকতনগরীতে মন্দির তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

author-image
Debanjana Maity
New Update
Mamata at Digha,Digha,Purba Medinipur,Jagannath Temple,west bengal news today,মমতা বন্দ্যোপাধ্যায়,পশ্চিমবঙ্গের খবর,দিঘা

দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee at Digha: দিঘায় (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। সেই জগন্নাথ মন্দিরের কাজ এখন শেষের পথে। মঙ্গলবার দুপুর নাগাদ হেলিকপ্টারে দিঘায় পৌঁছোন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর আড়াইটা নাগাদ নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত সৈকতনগরী দিঘায়। বুধবার দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে, খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। এরই পাশাপাশি মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন তিনি। 

Advertisment

উল্লেখ্য, ২০১৮ সালে দিঘায় প্রশাসনিক বৈঠক করতে এসে পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় দিঘাতেও জগন্নাথ মন্দির গড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী প্রথমে ওল্ড দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে নতুন মন্দির গড়ার পরিকল্পনা করা হলেও জমির অভাবে সেখানে করা সম্ভব হয়নি।

পরে ওল্ড দিঘার জগন্নাথ মন্দির থেকে খানিক দূরে ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে দিঘা স্টেশন লাগোয়া একেবারে রাস্তার ধারেই ভগিব্রহ্মপুরের একটি মৌজাকে চিহ্নিত করা হয়। সেখানেই ২০ একর জমির ওপর অনিন্দ্য সুন্দর জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হয়। হিডকো (Hidco) সংস্থাকে মন্দির তৈরির কাজের দায়ভার দেওয়া হয়।

আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী তৎপরতায় বাম্পার কাজ রেলের, ট্রেনের কামরায় যাত্রা এবার জমে ক্ষীর!

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: ভার্চুয়াল শুনানিতেও গরহাজির, 'কালীঘাটের কাকু'র 'অসুস্থ'তার কারণ জানতে ডাক্তারদের বোর্ড চায় CBI

আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল

 গোটা কাজের জন্য ১২৮ কোটি টাকা ব্যয়ের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী দিঘার অন্যতম আকর্ষণ এই জগন্নাথ মন্দির তৈরীর কাজ এখন প্রায় শেষের পথে বলা চলে।  দিঘায় শুধুই আর আমোদ-প্রোমোদ নয়, তারই সঙ্গে এবার আধ্যাত্মিকতার মানচিত্রেও জুড়ছে রাজ্যের এই সৈকতনগরী। ২০২৫ সালেই মন্দির খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। তবে ঠিক কেনা দিন মন্দিরের উদ্বোধন হবে তা এখনও স্থির হয়নি। 

Digha Digha Tourism Bangla News Bengali News Today West Bengal News Jagannath Temple Lord Jagannath CM Mamata banerjee news in west bengal news of west bengal