Advertisment

Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নয়া রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

Kolkata to Digha:ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের অন্যতম পছন্দের জায়গা হল সৈকতনগরী দিঘা। বছরভর পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এবার কলকাতা থেকে আরও দ্রুত দিঘা পৌঁছনোর বন্দোবস্ত করছে রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata to Digha,Digha,কলকাতা থেকে দিঘা, দিঘা

Digha: দিঘার সমুদ্র পাড়।

Digha: দিঘা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে বরাবরই উপরের দিকেই থাকে। সমুদ্র নগরী দিঘার প্রতি বরাবরের আকর্ষণ ভ্রমণপ্রিয় বাঙালির। বছরভর পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শুধু এরাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও দিঘায় বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের নজরকাড়া ভিড় লক্ষ্য করা যায়। কলকাতা থেকে দিঘা যাওয়ার সড়ক, রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এবার কলকাতা থেকে আরও কম সময়ে দিঘা পৌঁছানোর জন্য দারুণ একটি পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। 

Advertisment

দিঘার প্রতি বরাবরের টান তো ছিলই, এবার দিঘা যাওয়ার আরও এক অত্যন্ত মনোগ্রাহী অভিজ্ঞতা হতে চলেছে সেখানকার জগন্নাথ মন্দির (Jagannath Temple)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প এটি। রাজ্য সরকারের টাকাতেই দিঘায় সুদৃশ্য জগন্নাথ মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোতে জগন্নাথ-দেবের টানেও দিঘায় বিপুল ভক্ত সমাগম হবে বলে আশাবাদী রাজ্য সরকারও।

ঠিক সেই কারণেই সহজেই কলকাতা থেকে দিঘা পৌঁছে যাওয়ার জন্য আরও এক গুরুত্বপূর্ণ ব্যবস্থার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কলকাতা থেকে মোটামুটি দিঘা যেতে সময় লাগে ঘন্টা চারেকের মতো। যাত্রাপথের সময় এবার আরও কম করার লক্ষ্যেই কলকাতা থেকে দিঘার পথে তৈরি হতে পারে চারটি নতুন বাইপাস রাস্তা। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘা সংযোগকারী জাতীয় সড়ক ১১৬-বি'র উপর রামনগর থেকে বালিসাই পর্যন্ত একটি বাইপাস রাস্তা তৈরি হতে পারে। সেই বাইপাস তৈরির ক্ষেত্রে রাজ্যের প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার মতো। প্রশাসন সূত্রে খবর, অল্প দিনের মধ্যেই এই বাইপাস তৈরির কাজ শুরু হয়ে যেতে পারে।

আরও পড়ুন- Kali Puja Weather: কালীপুজোর আবহাওয়া নিয়ে বিরাট খবর! শীতের ছ্যাঁকা কবে থেকে? জানুন লেটেস্ট আপডেট

আরও পড়ুন- Diwali Special Metro Kolkata: নির্বিঘ্নে কালীঘাট, দক্ষিণেশ্বর দর্শন! কালীপুজোয় বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর

আরও পড়ুন- Kali Puja 2024: অপঘাতে মৃত ১০৮ নরমুণ্ডে কালীপুজো, নেপথ্যের আরও হাড়হিম কাহিনী গায়ে কাঁটা দেবে!

৯০ কিলোমিটারের বেশি এই বাইপাস রামনগর থেকে শুরু হয়ে হেঁড়িয়া নিশ্চিন্তপুর, কাঁথি, আলমপুর এবং ফতেপুর হয়ে দিঘা ঢুকবে। রামনগর থেকে বালিসাইয়ের পথটি অত্যন্ত যানজটপূর্ণ একটি এলাকা। সেই কারণেই ঠিক ওই এলাকা বরাবর একটি বাইপাস তৈরি করা হচ্ছে। এই রাস্তা চাউলখোলা থেকে অলঙ্কারপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারের মতো চওড়া করা হবে। এর সঙ্গে ৭ কিলোমিটার দৈর্ঘ্য আরও একটি বাইপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা থেকে দিঘা যেতে মোটামুটি তা থেকে ঘন্টা চালকের মত সময় লাগে। তবে নতুন এই বাইপাস তৈরির কাজ শেষ হয়ে গেলে কলকাতা থেকে দিঘা যাওয়ার সময় আরও ঘন্টা খানেকের কাছাকাছি কমিয়ে ফেলা যাবে।

kolkata Digha Digha Tourism Tourists in Digha
Advertisment