Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে গান লিখলেন মমতা, সুরও তাঁর, গাইলেন কে জানেন?

Mamata Banerjee-Digha: অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। তার আগে জগন্নাথ দেবকে নিয়ে গান লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Digha: অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। তার আগে জগন্নাথ দেবকে নিয়ে গান লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দিঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হতে চলেছে। সমুদ্রনগরীতে প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবার গান লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই গানের সুরও করেছেন তিনি। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল থেকে এই মিউজিক ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। মিউজিক ভিডিওটি পোস্ট হতেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা।

Advertisment

'নয়ন পথগামী..তুমি জগন্নাথ স্বামী'..জয় জগন্নাথ..জয় জগন্নাথ..জয় জগন্নাথ...জয় হে', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েতর লেখা ও সুর করা এই গান এখন রীতিমতো ভাইরাল। আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে। বহু প্রতীক্ষিত এই মন্দিরের উদ্বোধন নিয়ে এবার গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন ও প্রভুর প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরের উদ্বোধন ঘিরে দিঘায় এখন সাজো সাজো রব। সৈকত নগরীর বিভিন্ন প্রান্তের পাশাপাশি গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়।

মুহুর্মুহূ দিঘা যাচ্ছেন প্রশাসনের শীর্ষকর্তারা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তা-ব্যক্তিদের নাওয়া-খাওয়ার ফুসরত নেই। জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রক্রিয়া একেবারে নিরবিচ্ছিন্ন করতে চেষ্টায় খামতি রাখছে না প্রশাসন। দিঘায় আগামী ৩০ এপ্রিল জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন উপলক্ষে বহু তারকারা আসবেন। বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। এছাড়াও বহু পর্যটক ওই দিন ভিড় করবে সৈকতনগরীতে। সার্বিকভাবেই গোটা দিঘা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:হাইকোর্টের অনুমতি নিয়ে আজ মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, আক্রান্তদের সঙ্গে কথা

এরই পাশাপাশি দিঘার হোটেল-রেস্তোরাঁগুলিতেও বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা গত কয়েকদিন ধরেই দিঘার অলিগলিতে খাবারের দোকানগুলিতে অভিযান চালিয়েছেন। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বহু পর্যটক দিঘায় আসার সম্ভাবনা রয়েছে। তাঁরা এসব খাবারের দোকানগুলো থেকেই খাবার কিনে খাবেন। নিম্নমানের খাবার খেয়ে যাতে কারও অসুস্থ হয়ে পড়ার ঘটনা না ঘটে, সে ব্যাপারেও জোরদার তৎপরতা রেখেছে প্রশাসন। সঠিক গুণমান সমৃদ্ধ খাবার পরিবেশনের জন্য বারবার খাদ্য সুরক্ষা দফতরের কর্তারা আবেদন জানিয়েছেন এলাকার হোটেল-রেস্তোরাঁগুলিকে।

আরও পড়ুন- Dilip Ghosh: 'নিশ্চয়ই অ্যাকশন হবে', দিলীপ তুললেন উইং কমান্ডার অভিনন্দনের প্রসঙ্গও

Digha Jagannath Temple New song CM Mamata banerjee