Advertisment

Mamata Banerjee: 'অনেকে খুঁড়িয়ে হাঁটছিল, বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের হাত-পা বেঁধে মার', ফুঁসছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Gangasar: দু'দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal news,banglar bari,mamata banerjee,toll free number,বাংলার বাড়ি,টোল ফ্রি নম্বর,মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjees complains about beating of Indian fishermen in Bangladesh: এবার বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের মারধরের অভিযোগ উঠেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন। "ওদের (বাাংলাদেশ) মৎস্যজীবীরাও এদিকে এসে পড়েছিল। তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমাদের মৎস্যজীবীদের হাত-পা বেঁধে মারধর করেছে। অনেকে ভালো করে হাঁটতেও পারছে না।" এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। সোমবার বাংলাদেশ থেকে ভারতে ফেরা এরাজ্যের মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

গঙ্গাসাগরে (Gangasagar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলাদেশ থেকে ভারতে আসা এরাজ্যের মৎস্যজীবীদের হাতে এদিন আর্থিক সাহায্য হিসেবে ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৯৫ জন মৎস্যজীবী। এক মৎস্যজীবীর মৃত্যু হয় আগেই। মৃত মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে এদিন ২ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে এদিন ৬ টি ভারতীয় ট্রলারও বাংলাদেশে থেকে ফেরত আনা হয়েছে।

ভারতীয় মৎস্যজীবীদের হাত-পা বেঁধে মার বাংলাদেশে : মুখ্যমন্ত্রী

"কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। প্রথমে কিচু বলতে চায়নি। ওদের (ভারতীয় মৎস্যজীবী) মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কয়েকজনের কোমর থেকে পা পর্যন্ত চোট। পরে এটা আমি জানতে পারি। জখম মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমাদের মৎস্যজীবীদের অনেককে হাত-পা বেঁধে মারধর করেছে শুনেছি। অনেকে এখনও ভালো করে হাঁটতেও পারছে না।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, ১২ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ

Homecoming of Indian fishermen stuck in Bangladesh and reunion with their families – 6th January, 2025

Homecoming of Indian fishermen stuck in Bangladesh and reunion with their families – 6th January, 2025 | মৎস্যজীবীদের স্বদেশে প্রত্যাবর্তন ও পরিবারের সাথে মিলন পর্বে - ৬ জানুয়ারি, ২০২৫

Posted by Mamata Banerjee on Sunday, January 5, 2025

আরও পড়ুন- Tourist Death in Darjeeling: দার্জিলিংয়ে মর্মান্তিক কাণ্ড! বাঙালি পর্যটকের মৃত্যু নিয়ে তুঙ্গে ধন্দ!

বাংলাদেশি মৎস্যজীবীদের যত্নে রেখেছিলাম : মুখ্যমন্ত্রী

"আমাদের মৎস্যজীবীদের বলছি, কখনও আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে। একটি বাংলাদেশের ট্রলারও আমাদের সীমানায় ঢুকে পড়ে। আমরা তাঁদের (বাংলাদেশি মৎস্যজীবী) ভালো করে চিকিৎসা করাই। তাঁদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরাও তাঁদের ফেরত পাঠিয়েছি। ওরা বুঝতে পেরেছিল, আমাদের লোকও তো ওখানে আটকে আছে। ওদের ট্রলারও আটকে ছিল। আমরা সম্পূর্ণ সাহায্য করেছি। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল কয়েকজন। তাঁদের চিকিৎসাও করানো হয়েছে। যাতে দেশের কোনও বদনাম না হয়, বাংলার কোনও বদনাম না হয়। আমরা কেন্দ্রকে সব জানিয়েছিলাম।"

Bangla News Bangladesh news of west bengal news in west bengal Bangladeshi CM Mamata banerjee Gangasagar Bangladeshi Cop Bengali News Today Gangasagar Mela
Advertisment