New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/31/Lox0Zaa4AcffX0E64XSw.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-BLO: বীরভূমে প্রশাসনিক বৈঠকেও বিহারের প্রসঙ্গ উল্লেখ করে ভোটার তালিকা ইস্যুতে চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
Administrative meeting Bengal: বিহারে SIR-এর নামে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নামও বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ব্যাপারে BJP-কেই দায়ী করে তুমুল প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী শিবির। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এই আশঙ্কা দানা বেঁধেছে শাসকদলের মনে। বোলপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ধরা পরল সেই উদ্বেগের কথা। সেই সঙ্গে রাজ্যের BLO-দের প্রতিও স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
সোমবার বোলপুরে বীরভূমের প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নের কাজের খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সামনেই এরপর ভোটার তালিকা নিয়ে উদ্বেগের সুর ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সেই ইস্যুতেই BLO-দের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, "পশ্চিমবাংলা থেকে প্রায় ১ হাজার লোককে ট্রানিং করাতে নিয়ে গেছে, অথচ আমি জানতামই না। জেলাশাসকদের উচিত ছিল আমাকে জানানো, কিংবা মুখ্যসচিবকে জানানো। BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে যেন কারও নাম বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন নির্বাচনের বিজ্ঞপ্তি হওয়ার পর এটা ওদের আওতায় যায়। তার আগে রাজ্য সরকার, আবার ভোটের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"
ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা নিয়ে এদিনের প্রশাসনিক বৈঠকে ফের একবার সোচ্চার হন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "বাচ্চাদের উপরেও ভিন রাজ্যে অত্যাচার করছে। অসম সরকার বাংলার বাসিন্দাদের নোটিশ দিচ্ছে। অসম সরকারের সাহস হয় কীভাবে? কেউ চারদিন ঘুরতে গেছে বলে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে? ২২ লক্ষ পরিযায়ী আছে, ওদের ফেরত আনুন।"
আরও পড়ুন- OBC case: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, শুনানি পর্বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের!
তিনি আরও বলেন, "দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার কোনও দরকার নেই। ওদের উপর অত্যাচার হলে দালালরা তখন থাকে না পালিয়ে যায়। ওরা ফিরলে এখানে যদি থাকার জায়গা থাকে ভালো, তা না হলে আমরা ক্যাম্প বানাব। স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওদের কাজের ব্যবস্থা করা হবে। ওদের জব কার্ড করে দেওয়া হবে।"
আরও পড়ুন- Brutal Killing:খেলার মাঠে নৃশংস-রক্তাক্ত কাণ্ড! আঁতকে ওঠার দৃশ্য দেখে হতভম্ব স্থানীয়রা