/indian-express-bangla/media/media_files/2025/01/18/Db07sDayTYCZhhnHUxhg.jpeg)
প্রতীকী ছবি।
West Bengal rural violence:ব্যক্তিগত শত্রুতার জেরে ফুটবল খেলা চলাকালীন পরিকল্পনা মতো এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো। এই ঘটনায় অভিযুক্ত পরিমল রাজোয়ারকে পুলিশ গ্রেফতার করেছে। কালীগঞ্জ থানার সাধুগঞ্জ এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জিত ঘোষ (৪০)। তাঁর বাড়ি ফরিদপুর বালিয়াডাঙা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে পরিমল রাজোয়ার বালিয়াডাঙার সঞ্জিত ঘোষের কাছ থেকে সুদে ২০ হাজার টাকা ঋণ নেয়। সেই টাকা তিনি সুদ-সহ শোধ করেছেন বলে পরিবারের দাবি। কিন্ত সঞ্জিত বিভিন্ন জায়গায় বলে পরিমল টাকা শোধ করেননি। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।
সেই শত্রুতা থেকে পরিমল ফুঁসছিল। তাই রবিবার সন্ধ্যায় সাধুগঞ্জ এলাকায় ফুটবল খেলায় সঞ্জিত আসবেন এই খবর পেয়ে পরিমল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকে তৈরি ছিল। সঞ্জিত ঘোষ আসতেই তাকে দা দিয়ে কুপিয়ে মারে।
আরও পড়ুন- OBC case: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, শুনানি পর্বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের!
আশঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে কালীগঞ্জের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি খারাপ হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেই রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতার বাড়ির লোকজন অভিযোগ করে। রাতে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত পরিমল রাজোয়ারকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা নিয়ে শত্রুতার জেরে এই খুন। এখনও ঘটনার তদন্ত চলছে।