Brutal Killing:খেলার মাঠে নৃশংস-রক্তাক্ত কাণ্ড! আঁতকে ওঠার দৃশ্য দেখে হতভম্ব স্থানীয়রা

Murder during football game: ভরা মাঠে হঠাৎই এমন নারকীয় কাণ্ডে তুমুল হুলস্থূল পড়ে যায়। খবর পেয়েই পুলিশ যায় ঘটনাস্থলে।

Murder during football game: ভরা মাঠে হঠাৎই এমন নারকীয় কাণ্ডে তুমুল হুলস্থূল পড়ে যায়। খবর পেয়েই পুলিশ যায় ঘটনাস্থলে।

author-image
Mousumi Das Patra
New Update
Murder

প্রতীকী ছবি।

West Bengal rural violence:ব্যক্তিগত শত্রুতার জেরে ফুটবল খেলা চলাকালীন পরিকল্পনা মতো এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো। এই ঘটনায় অভিযুক্ত পরিমল রাজোয়ারকে পুলিশ গ্রেফতার করেছে। কালীগঞ্জ থানার সাধুগঞ্জ এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জিত ঘোষ (৪০)। তাঁর বাড়ি ফরিদপুর বালিয়াডাঙা এলাকায়।

Advertisment

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে পরিমল রাজোয়ার বালিয়াডাঙার সঞ্জিত ঘোষের কাছ থেকে সুদে ২০ হাজার টাকা ঋণ নেয়। সেই টাকা তিনি সুদ-সহ শোধ করেছেন বলে পরিবারের দাবি। কিন্ত সঞ্জিত বিভিন্ন জায়গায় বলে পরিমল টাকা শোধ করেননি। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।

সেই শত্রুতা থেকে পরিমল ফুঁসছিল। তাই রবিবার সন্ধ্যায় সাধুগঞ্জ এলাকায় ফুটবল খেলায় সঞ্জিত আসবেন এই খবর পেয়ে পরিমল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকে তৈরি ছিল। সঞ্জিত ঘোষ আসতেই তাকে দা দিয়ে কুপিয়ে মারে। 

Advertisment

আরও পড়ুন- OBC case: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, শুনানি পর্বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের!

আশঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে কালীগঞ্জের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি খারাপ হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ঋতুপর্ণায় মুগ্ধ মদন! 'ও এক এবং অদ্বিতীয়' বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক

সেখানেই রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতার বাড়ির লোকজন অভিযোগ করে। রাতে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত পরিমল রাজোয়ারকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা নিয়ে শত্রুতার জেরে এই খুন। এখনও ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন- Abhishek Banerjee:বাঙালি হেনস্থা নিয়ে সংসদে বাংলায় বলবেন অভিষেক, BJP-র বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ

Murder Nadia Bengali News Today