New Update
/indian-express-bangla/media/media_files/2024/12/28/IvyxiUKwW35RDShyDI3F.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjees message to the officials to be careful from administrative meeting in Malda: মাফিয়াদের এ সমাজে কোনও জায়গা নেই, মঙ্গলবার মালদার প্রশাসনিক বৈঠক থেকে ইংরেজবাজারের নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার (Dulal Sarkar) প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই পাশাপাশি মালদা জেলার প্রশাসনিক আধিকারিকদের আরও বেশি সতর্ক থাকতেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মালদা প্রশাসনিক সভা থেকে আরও একবার নিহত তৃণমূল নেতা বাবলা (দুলাল সরকার) সরকার খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন মালদার নিহত কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। মুখ্যমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে বলেন, "আমি চৈতালিকে বলব ও বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে। আমরা সকলেই তোমার সঙ্গে আছি।"
নিহত তৃণমূল নেতার স্ত্রীকে একথা বলে সমবেদনা জানানোর পরই প্রশাসনিক কর্তাদেরও ফের একবার চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, "যারা সন্ত্রাস করে তাদের এই সমাজে কোনও জায়গা নেই। মানুষকে যারা ভালোবাসেন তারাই আমার স্বর্গ। যারা সেবা করেন, যারা গরিব মানুষকে কাছে টেনে নেন, তারাই আমার ভালোবাসা।"
ভৌগোলিক দিক থেকে মালদা জেলার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। একদিকে মালদার সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সীমান্ত রয়েছে। এছাড়াও মালদার সঙ্গে সীমানা রয়েছে পড়শি রাজ্য ঝারখণ্ড এবং বিহারের। কোনওভাবেই দুষ্কৃতীরা যাতে সীমানা বা সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে কোনও অপরাধ করে পালাতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে ফের একবার প্রশাসনিক কর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গতকাল মালদায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে গিয়েছিলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের মহানন্দিপল্লি এলাকার বাড়িতে। প্রায় পৌনে এক ঘন্টা মুখ্যমন্ত্রী ইংরেজবাজার শহরের ওই এলাকায় দুলাল সরকারের স্ত্রী-ছেলের সঙ্গে কথা বলেছেন। দুলাল সরকারের খুনের ঘটনাকে যে তিনি নিজেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন গতকাল ফের একবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, "আমি নিজে একা এসেছি। সঙ্গে কাউকে আনিনি। কতগুলো কথা চৈতালি আমাকে বলেছে। সেগুলি কানে এসেছে। যে যতই বড় হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে।"
আরও পড়ুন- Kolkata Metro: শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান মেট্রোর, সময় কত লাগল জানেন?