/indian-express-bangla/media/media_files/2025/01/21/hLxcTjfq8bZHr345kkjo.jpg)
Kolkata Metro: শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান মেট্রোর।
trial run conducted successfully on sealdah esplanade strech of green line: শিয়ালদহ-এসপ্ল্যানেড (Sealdah–Esplanade) মেট্রো রুটে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Netro) করিডরের শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশে এই ট্রায়াল রান হয়েছে। মেট্রোরেলের এই অংশে ২.৬৩ কিমি গ্রিন লাইনের প্রথম ট্রায়াল রান আজ অর্থাৎ ২১.০১.২০২৫ তারিখে সফলভাবে পরিচালিত হয়েছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) চেয়ারম্যান শ্রী পি. উদয় কুমার রেড্ডি, মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সকাল ১১.২০ মিনিটে একটি রেক এসপ্ল্যানেডের দিকে রওনা দেয়। এই ট্রায়াল রানের সময় জেনারেল ম্যানেজার মোটরম্যানস ক্যাবে উপস্থিত ছিলেন। ট্রায়াল রেক এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সকাল ১১.৩১ মিনিটে পৌঁছে যায়। অর্থাৎ শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রোয় যেতে সময় লাগল মাত্র ১১ মিনিট।
এদিন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী পি. উদয় কুমার রেড্ডি এই সফল ট্রায়াল রানের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ট্রায়াল রানের পর তিনি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএল-এর কর্মকর্তাদের সাথে একটি বৈঠকও করেন। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশটি চালু হলে এক কথায় দারুণ সুবিধা হবে যাত্রীদের। কলকাতা এবং শহরতলির জনগণকে শিয়ালদহ এবং হাওড়া থেকে কলকাতার বিভিন্ন অংশ এবং সংলগ্ন এলাকায় পৌঁছানোর জন্য আধুনিক এই পরিবহণ ব্যবস্থা একটি বৈপ্লবিক পদক্ষেপ হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে বউবাজারে ভয়াবহ বিপর্যয় হয়। মাটির নিচে মেট্রোরেলের কাজ চলার সময় মাটির উপরের অংশে পরপর বাড়িতে ফাটল দেখা দেয়। বেশ কয়েকটি বাড়ির একাংশ হেলে যায় কিংবা ভেঙে পড়ে। ব্যাপকভাবে ব্যাহত হয় শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ তৈরির কাজ।
পরবর্তী সময়ে অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষ। অত্যাধুনিক সমস্ত মেশিন এনে শুরু হয় মেট্রোর কাজ। ধাপে ধাপে সেই কাজ চলার পর আজ ট্রায়াল রান হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশে। এবার এই রুটে যাত্রী পরিষেবা কবে চালু হবে তা নিয়ে চর্চা বাড়ছে। এব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।