'কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্ক কম হয়নি। এবার চর্চায় 'দ্য কেরালা স্টোরি'। যা নিয়ে বিরোধী দলগুলোর নিশানায় বিজেপি। যা নিয়ে সোমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ 'যে রাজ্যগুলিতে বিরোধীরা ক্ষমতায়, তাদের টার্গেট করছে শাসক দল। বিজেপি আগুন নিয়ে খেলছে। বর্ণ ও জাতিগত বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে তারা।' তাঁর প্রশ্ন, 'শাসক দলই যদি হিংসা ছড়ায়, তাহলে শান্তির বার্তা দেবে কে?' পাশাপাশি বাংলা নিয়েও বিজেপি 'উদ্দেশ্য প্রণোদিত' সিনেমা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বাংলায় বাঙালি পরিচালকের ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, নির্দেশ মমতার
'দ্য কেরালা স্টোরি' নিয়ে নবান্ন সভাঘরে এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করেন। বলেন, 'ওরা বিভাজনের রাজনীতি করছে। কেন দ্য কাশ্মীর ফাইলস বানালো ওরা? এক শ্রেণীর মানুষকে কটাক্ষ করার জন্য। এখন কেরালা স্টোরি বানিয়েছে। ওটা সিপিএম-এর রাজ্য। আমি ওদের একেবারেই সমর্থন করি না। ওরা বিজেপি-র সঙ্গে পথ চলে।'
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, এটা ভীষণ দুঃখজনক বিষয়। আপনার পার্টি বিজেপির সঙ্গে হাত মেলায় কী ভাবে? ওই বিজেপিই তো কেরালা স্টোরির মতো সিনেমা দেখাচ্ছে। বিকৃত গল্প সব!'
আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরেছে মামলা, অভিষেককে পার্টি করতে নির্দেশ হাইকোর্টের
এরপরই বাংলা নিয়ে সিনেমা তৈরির দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বিজেপি মনোনীত কিছু তারকা তো বাংলাতেও এসেছিলেন। তাদের টাকা দেয় বিজেপি। তথ্য বিকৃত করে তারা নাকি বেঙ্গল ফাইলস নামের একটি ছবি বানাচ্ছে। আগে তো কাশ্মীরের মানুষদের ঠেস দিয়ে কাশ্মীর ফাইলস বানিয়েছিল। এবার বাংলার মানুষদের তাতাচ্ছে। নিজেদের সুবিধা অনুযায়ী গল্প বলছে ওরা।'
আরও পড়ুন- মুখে ইঙ্গিতপূর্ণ কবিতা, অভিষেকের তুমুল প্রশংসা! হঠাৎ কী হল পার্থর?
বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'এবার বাংলাকে অপমান করার চেষ্টা করছে। ওরা বলছে, সেভ বেঙ্গল। কেন? শান্তিপ্রিয় একটা রাজ্য বাংলা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে কেন? এখানে মানুষ পুজোও করে, ঈদ উদযাপনও করে। গুরুদ্বারও আছে, গির্জাও আছে। আমরা একসঙ্গে পথ চলতে পছন্দ করি।'
আরও পড়ুন- সাংবিধানিক সংকট হলে কী করবেন? হ্যামলেট আওড়ে হুঁশিয়ারি রাজ্যপাল আনন্দ বোসের!