Mamata challenged Suveendu to resign if he proves that she have any link with militants: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার অলআউট আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'মুসলিমদের সরকার' বলে দাগিয়ে দিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার ভরা বিধানসভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে ঝাঁঝালো আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মুখ্যমন্ত্রী?
"একটা ধর্মের নামে এত কুৎসা করছেন? বলা হচ্ছে, আমি নাকি মুসলিম লিগ করি। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেব। অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গিদের যোগ আছে। প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সব জানাব। না জেনেই বলে দেওয়া হচ্ছে আমি টেররিস্ট। এর চেয়ে মৃত্যু ভালো। বর্ডারে উস্কানি দিচ্ছে বিজেপি। অন্য পার্টিকে হারাতে মুসলিম লিগের সাহায্য নেয় BJP। রাজ্যে একটা ধর্মের নামে এত কুৎসা! তাঁরা আন্দোলন করলে নিজেকে সামলে রাখতে পারবেন তো!" নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "কোনওদিন ধর্ম-জাতপাত নিয়ে কথা বলি না। ভাগাভাগির চেষ্টা বরদাস্ত নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। বাংলা সরস্বতী পুজোয় কোনও বাধা দেওয়া হয় না এত কুৎসা! আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লিগ করি। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেব। বিরোধী দলনেতা যা অভিযোগ করছেন তা প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। তৃণমূলকে হারাতে মুসলিম লিগের সাহায্য নেয়, একসময় সব ফাঁস করব। তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা চলছে।"
আরও পড়ুন- West Bengal News Live:আরও ফ্যাসাদে শুভেন্দু! সাসপেন্ডের পর বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ
দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার:
"জগন্নাথ ধাম নিয়ে কী বলেছেন বকবকবাবু? খুব রাগ হচ্ছে, জ্বালা হচ্ছে? খুব কুচুটেপনা হচ্ছে, কচুরিপানায় যান। দিঘায় জগন্নাথ মন্দির ঘেরাওয়ের কথা বলছেন বকবকবাবু। খুব হিংসা হচ্ছে। বুকের পাটা থাকলে আটকাবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি।"
আরও পড়ুন- Malda News: হাসপাতালে আগুন-আতঙ্কে হুলস্থূল, প্রাণভয়ে দৌড়াদৌড়ি রোগীদের